আরবিসি ডেস্ক : মেহেদী হাসান মিরাজের এক স্পেলেই সব পরিকল্পনা ভেস্তে যায় জিম্বাবুয়ে ক্রিকেট দলের। ২ উইকেটে ২২৫ রান করে সুবিধাজনক অবস্থায় ছিল স্বাগতিক জিম্বাবুয়ে।
এরপর জিম্বাবুয়েকে চেপে ধরেন সাকিব আল হাসান।৩ রানের ব্যবধানে সাকিব ফেরান ডিওন মাইয়ার্স ও তিমিসেন মারুমাকে।
সাকিবের পর জিম্বাবুয়ে শিবিরে আঘাত হানেন তাসকিন।তার শিকার হয়ে ফেরেন রায় কাইয়া। এরপর এক স্পেলেই জিম্বাবুয়ের ৪ উইকেট শিকার করেন মেহেদী হাসান মিরাজ।
তার অফ স্পিনে বিভ্রান্ত হয়ে একের পর এক সাজঘরে ফেরেন টাকুদজোয়ানাশে কাইটানো, ডোনাল্ড ত্রিপানো, ভিক্টর নিয়াচি ও মুজারাবানি।
রিচার্ড নাগারাভাকে আউট করার মধ্য দিয়ে জিম্বাবুয়ে শিবিরে শেষ পেরেকটি মারেন সাকিব আল হাসান।
হারারে স্পোর্টস ক্রিকেট গ্রাউন্ডে টস জিতে প্রথমে ব্যাট করে ৪৬৮ রান করে বাংলাদেশ।
জবাবে ব্যাটিংয়ে নেমে মেহেদী হাসান মিরাজ ও সাকিব আল হাসানের ঘূর্ণি বলে বিভ্রান্ত হয়ে ২৭৬ রানে অলআউট হয় জিম্বাবুয়ে।
১৯২ রানের লিড পাওয়া বাংলাদেশ দ্বিতীয় ইনিংসে ব্যাট করছে।
আরবিসি/০৯ জুলাই/ রোজি