• বুধবার, ০১ জানুয়ারী ২০২৫, ০৬:১৯ অপরাহ্ন

ভ্রাম্যমাণ আদালতে বাঘায় ৯ ব্যবসায়ীর জরিমানা

Reporter Name / ৫৬৫ Time View
Update : বৃহস্পতিবার, ১ জুলাই, ২০২১

স্টাফ রিপোর্টার, বাঘা : রাজশাহীর বাঘায় সরকারি নির্দেশনা উপেক্ষা করে ব্যবসায়ীরা দোকান পরিচালনা করছিল। এ সময় উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কামাল হোসেন বিশেষ অভিযান চালিয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ৯ জন ব্যবসায়ীর ১০ হাজার ৯০০ টাকা জরিমানা আদায় করেন।

সংশ্লিষ্ট সুত্রে জানা গেছে , সারা দেশে মহামারি করোনা প্রকট আকার ধারণ করায় সরকার সপ্তাহ ব্যাপী লকডাউন ঘোষনা করেছেন। তার পরেও অনেকে এই নির্দেশ মানছেন না। এ কারনে বৃহস্পতিবার উপজেলার মনিগ্রাম বাজার, বাঘা উপজেলা সদর ও চন্ডিপুর বাজার এলাকায় ভ্রাম্যমান আদালত এর পক্ষ থেকে অভিযান চালানো হয়।

উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কামাল হোসেন এ অভিযান পরিচালনা করছিলেন। তিনি জানান, সরকারি নির্দেশ উপেক্ষা করে ব্যবসায়ীদের দোকান খোলা দেখে তিনি তাদের সাথে কথা বলেন এবং ৯ জন ব্যবসায়ীর নিকট ১০ হাজার ৯০০ টাকা জরিমানা করেন।

আরবিসি/০১ জুলাই/ রোজি


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category