মহাদেবপুর প্রতিনিধি : নওগাঁর মহাদেবপুর-পত্নীতলা সংষ্কারের অভাবে আঞ্চলিক মহাসড়কের বেহাল অবস্থা বিরাজ করছে। পিচ পাথর উঠে খানা-খন্দ হওয়ায় যানবাহন চলাচলে অযোগ্য হয়ে পড়েছে এ মহাসড়ক। দীর্ঘ প্রায় একযুগ ধরেও এ মহাসড়কটি সংষ্কারের উদ্যোগ নেয়নি সংশ্লিষ্ট সড়ক ও জনপথ বিভাগ।
মহাদেবপুর উপজেলা সদরের মাছচত্বর এবং পত্নীতলা উপজেলার পুইয়ার মোড় সংলগ্ন এলাকায় পিচসহ পাথর উঠে যাওয়ার ফলে বোঝার উপায় নেই এটি কাঁচা রাস্তা নাকি মহাসড়ক। খাল খন্দ সৃষ্টি হওয়ার ফলে প্রতিদিনই এ আঞ্চলিক মহাসড়কে সড়ক দুর্ঘটনায় হতাহতের সংখ্যা বাড়ছে। নওগাঁ জেলা পুলিশের একটি সূত্র জানায়, গত এক বছরে এ আঞ্চলিক মহাসড়কে বাস, ট্রাক ও মোটরসাইকেল এবং অন্যান্য যানবাহন দুর্ঘটনায় ৩৮ জন প্রাণ হারিয়েছে। একই সাথে আহত হয়েছে অন্তত ৭০ জন। উপজেলার শিবরামপুর মোড় হতে পত্নীতলা উপজেলার ঠুকনিপাড়া মোড় পর্যন্ত প্রায় ১৮ কিলোমিটার আঞ্চলিক এ মহাসড়কের অধিকাংশ স্থানের পিচ, পাথর উঠে যাওয়ার ফলে বিভিন্ন ধরনের খাল খন্দ সৃষ্টি হয়েছে। এ সড়ক দিয়ে প্রতিদিন জেলার পোরশা, সাপাহার, পত্নীতলা, ধামুইরহাট ও পার্শ্ববর্তী জয়পুরহাট এবং রাজশাহীর চাঁপাইনবাবগঞ্জ জেলার শত শত যানবাহন চলাচল করে।
এছাড়া মহাসড়কের উপর দিয়ে রাজধানী ঢাকাসহ উত্তরাঞ্চলের জেলা এবং বিভাগীয় শহরের সাথে সরাসরি যোগাযোগ স্থাপন হওয়ায় দিবারাত্রী নৈশ্যকোচ, যাত্রীবাহীবাসসহ পণ্যবহনকারী ট্রাক এবং অন্যান্য মাঝারী ও ক্ষুদ্র যানবাহন ঝুঁকি নিয়ে চলাচল করছে।
অভিযোগ রয়েছে সড়ক ও জনপথ বিভাগের এক শ্রেণির অসাধু কর্মকর্তা মাঝে মধ্যেই এ মহাসড়কটির বিভিন্ন স্থানে খানা-খন্দে ইট ফেলে জোড়াতালি দিয়ে মেরামতের নামে লক্ষ লক্ষ টাকা লোপাট করে আসছে।
অভিযোগ অস্বীকার করে সড়ক ও জনপথ বিভাগের উপ বিভাগীয় প্রকৌশলী মোজ্জাম্মেল হক জানান, এ আঞ্চলিক মহাসড়কটি প্রসস্থ করনসহ নতুন করে নির্মানের লক্ষ্যে প্রয়োজনীয় প্রদক্ষেপ নেয়া হয়েছে।
আরবিসি/১২ ফেব্রুয়ারি/ রোজি