• বুধবার, ০১ জানুয়ারী ২০২৫, ১০:৩৬ অপরাহ্ন

বিশ্বে করোনায় মৃত্যু ছাড়াল ৩৭ লাখ ৪৩ হাজার

Reporter Name / ৮০ Time View
Update : সোমবার, ৭ জুন, ২০২১

আরবিসি ডেস্ক : চলমান করোনা মহামারিতে বিশ্বজুড়ে আরও কমেছে ভাইরাসে নতুন সংক্রমিত মানুষের সংখ্যা। একইসঙ্গে কমেছে দৈনিক মৃত্যুও। গত ২৪ ঘণ্টায় সারা বিশ্বে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন সাড়ে ৭ হাজারের বেশি মানুষ। একই সময়ে ভাইরাসটিতে নতুন করে আক্রান্ত হয়েছেন প্রায় পৌনে ৩ লাখ মানুষ। অর্থাৎ আগের দিনের তুলনায় নতুন শনাক্ত রোগীর সংখ্যা কমেছে প্রায় ৬৯ হাজার।

এতে বিশ্বব্যাপী করোনায় আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে ১৭ কোটি ৪০ লাখের ঘর। অন্যদিকে মৃতের সংখ্যা ছাড়িয়েছে ৩৭ লাখ ৪৩ হাজার।

সোমবার (৭ জুন) সকালে করোনাভাইরাসে আক্রান্ত, মৃত্যু ও সুস্থতার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে পাওয়া সর্বশেষ তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় সারা বিশ্বে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৭ হাজার ৫৩১ জন। অর্থাৎ আগের দিনের তুলনায় মৃত্যু কমেছে প্রায় দেড় হাজার। এতে বিশ্বজুড়ে মৃতের সংখ্যা পৌঁছেছে ৩৭ লাখ ৪৩ হাজার ৬২৯ জনে।

এছাড়া, একই সময়ের মধ্যে ভাইরাসটিতে নতুন করে আক্রান্ত হয়েছেন ৩ লাখ ২৩ হাজার ৮৮৪ জন। যা আগের দিনের তুলনায় ৬৮ হাজার ৮৮৩ জন কম। এতে মহামারির শুরু থেকে ভাইরাসে আক্রান্ত মোট রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৭ কোটি ৪০ লাখ ৩৭ হাজার ৭৯৩ জনে।

করোনাভাইরাসে সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ যুক্তরাষ্ট্র। দেশটিতে এখন পর্যন্ত ৩ কোটি ৪২ লাখ ১০ হাজার ৫৭১ জন করোনায় আক্রান্ত এবং ৬ লাখ ১২ হাজার ৩৬৬ জন মারা গেছেন। লাতিন আমেরিকার দেশ ব্রাজিল করোনায় আক্রান্তের দিক থেকে তৃতীয় ও মৃত্যুর সংখ্যায় তালিকার দ্বিতীয় অবস্থানে রয়েছে। দেশটিতে মোট শনাক্ত রোগী এক কোটি ৬৯ লাখ ৪৭ হাজার ৬২ জন এবং মৃত্যু হয়েছে ৪ লাখ ৭৩ হাজার ৪৯৫ জনের।
এড়ড়মষব ঘবংিগুগল নিউজ-এ ঢাকা পোস্টের সর্বশেষ খবর পেতে ফলো করুন।

অন্যদিকে করোনায় আক্রান্তের তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে প্রতিবেশী দেশ ভারত। তবে ভাইরাসে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যার তালিকায় দেশটির অবস্থান তৃতীয়। দেশটিতে মোট আক্রান্ত দুই কোটি ৮৯ লাখ ৯ হাজার ৬০৪ জন এবং মারা গেছেন ৩ লাখ ৪৯ হাজার ২২৯ জন।

এছাড়া এখন পর্যন্ত ফ্রান্সে ৫৭ লাখ ১২ হাজার ৭৫৩ জন, রাশিয়ায় ৫১ লাখ ২৬ হাজার ৪৩৭ জন, যুক্তরাজ্যে ৪৫ লাখ ১৬ হাজার ৮৯২ জন, ইতালিতে ৪২ লাখ ৩২ হাজার ৪২৮ জন, তুরস্কে ৫২ লাখ ৮৭ হাজার ৯৮০ জন, স্পেনে ৩৬ লাখ ৯৭ হাজার ৯৮৭ জন, জার্মানিতে ৩৭ লাখ ৮ হাজার ৭৭৯ জন এবং মেক্সিকোতে ২৪ লাখ ৩২ হাজার ২৮০ জন করোনায় আক্রান্ত হয়েছেন।

অন্যদিকে করোনায় আক্রান্ত হয়ে এখন পর্যন্ত ফ্রান্সে এক লাখ ৯ হাজার ৯৯৮ জন, রাশিয়ায় এক লাখ ২৩ হাজার ৭৮৭ জন, যুক্তরাজ্যে এক লাখ ২৭ হাজার ৮৪০ জন, ইতালিতে এক লাখ ২৬ হাজার ৫২৩ জন, তুরস্কে ৪৮ হাজার ১৬৪ জন, স্পেনে ৮০ হাজার ১৯৬ জন, জার্মানিতে ৮৯ হাজার ৮৫১ জন এবং মেক্সিকোতে ২ লাখ ২৮ হাজার ৭৫৪ জন মারা গেছেন।

উল্লেখ্য, ২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়। এরপর গত বছরের ১১ মার্চ বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) করোনাকে ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণা করে। এর আগে একই বছরের ২০ জানুয়ারি বিশ্বজুড়ে জরুরি পরিস্থিতি ঘোষণা করে সংস্থাটি।

আরবিসি/০৭ জুন/ রোজি


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category