• সোমবার, ২৩ সেপ্টেম্বর ২০২৪, ১২:২৫ পূর্বাহ্ন
শীর্ষ সংবাদ
আগামী ৩০ নভেম্বরের মধ্যে সব সরকারি কর্মচারীকে সম্পদ বিবরণী দিতে হবে রাজশাহীতে শারদীয় দূর্গাপূজা উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত পদ্মা নদী সুরক্ষা ও দেশজুড়ে নৌ পথ চালুর দাবিতে ইয়্যাসের স্বারকলিপি রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ভৌত অবকাঠামো দৃশ্যমান হবে : ভাইস চ্যান্সেলর ডা. জাওয়াদুল হক কোর্ট হড়গ্রাম কাঁচা বাজারে অতিরিক্ত চাঁদা আদায়ের অভিযোগ রাষ্ট্রীয় পুরস্কারপ্রাপ্ত জাতীয় হকি তারকা মিন্টু ও শামীমের মৃত্যুবার্ষিকী পালিত রামেক হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে গৃহবধুর মৃত্যু   ঢাকা বোট ক্লাবের নব-নির্বাচিত সদস্য খন্দকার হাসান কবিরকে রাজশাহী মেট্রোপলিটন ক্লাবের শুভেচ্ছা তানোরে স্থানীয়দের তৎপরতায় জলাশয় ভরাটের মাটি ফেলা বন্ধ রাজশাহীতে কসমিকা ডিসট্রিবিউশন অফিসে দূর্ধর্ষ ডাকাতি

রাজশাহী বিভাগে করোনায় আক্রান্ত ছাড়াল ৩৭ হাজার

Reporter Name / ৮০ Time View
Update : শুক্রবার, ৪ জুন, ২০২১

স্টাফ রিপোর্টার: রাজশাহী বিভাগে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ৩৭ হাজার ছাড়িয়ে গেল। বৃহস্পতিবার বিভাগে নতুন ৩৭২ জন রোগী শনাক্তের পর এখন মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৩৭ হাজার ৩৪ জনে।

শুক্রবার রাজশাহী বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. হাবিবুল আহসান তালুকদারের স্বাক্ষর করা এক প্রতিবেদনে এটি উল্লেখ করা হয়েছে। প্রতিবেদনে বলা হয়, বৃহস্পতিবার বিভাগে মোট চারজন করোনা রোগীর মৃত্যু হয়েছে। এর মধ্যে রাজশাহীতে দুইজন এবং নওগাঁ ও বগুড়ায় একজন করে মারা গেছেন। এ নিয়ে বিভাগের আট জেলায় এ পর্যন্ত ৫৮১ জনের মৃত্যু হলো।

বিভাগে ২৪ ঘণ্টায় সর্বোচ্চ ১১৮ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন রাজশাহীতে। এছাড়া চাঁপাইনবাবগঞ্জে ১০৯ জন, নওগাঁয় ২৪ জন, নাটোরে ৩৭ জন, জয়পুরহাটে ৩৬ জন, বগুড়ায় ১৫ জন, সিরাজগঞ্জে ১৪ জন এবং পাবনায় ১৯ জন নতুন করোনা রোগী শনাক্ত হয়েছেন।

বিভাগীয় স্বাস্থ্য দপ্তরের হিসাবে, গত বছরের ১২ এপ্রিল বিভাগে প্রথম করোনার সংক্রমণ শনাক্ত হয়। এরপর ২৯ জুন রোগীর সংখ্যা ৫ হাজার ছাড়ায়। তারপর গতবছরেরই ২০ জুলাই ১০ হাজার, ৪ আগস্ট ১৫ হাজার এবং ৩০ সেপ্টেম্বর ২০ হাজার ছাড়ায় আক্রান্তের সংখ্যা।

এরপর চলতি বছরের ২০ জানুয়ারি ২৫ হাজার ছাড়িয়ে যায় রোগীর সংখ্যা। পরে ১৯ এপ্রিল সংখ্যাটি ৩০ হাজার ছাড়ায়। গত ৩০ মে ৩৫ হাজার ছাড়ায় আক্রান্তের সংখ্যা। বৃহস্পতিবার সেটি ৩৭ হাজার অতিক্রম করে। বিভাগে এখন করোনার দ্রুত সংক্রমণ ছড়াচ্ছে।

এ পর্যন্ত রাজশাহীতে ৯ হাজার ৪২৮ জন, চাঁপাইনবাবগঞ্জে ২ হাজার ২৭৩ জন, নওগাঁয় ২ হাজার ৩৬১ জন, নাটোরে ১ হাজার ৮৩৮ জন, জয়পুরহাটে ১ হাজার ৮৬৯ জন, বগুড়ায় ১২ হাজার ৩৪৩ জন, সিরাজগঞ্জে ৩ হাজার ৭৩৪ জন এবং পাবনায় ৩ হাজার ১৮২ জন শনাক্ত হয়েছেন।

করোনাভাইরাসে বিভাগে এ পর্যন্ত সর্বোচ্চ ৩১৭ জন মারা গেছেন বগুড়ায়। দ্বিতীয় সর্বোচ্চ ৯০ জন মারা গেছেন রাজশাহীতে। এছাড়া চাঁপাইনবাবগঞ্জে ৪৫ জন, নওগাঁয় ৪৪ জন, নাটোরে ২৭ জন, জয়পুরহাটে ১২ জন, সিরাজগঞ্জে ২৪ জন এবং পাবনায় ২২ জনের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার বিভাগের ৭৯ জন করোনা রোগী সুস্থ হয়েছেন। এ পর্যন্ত মোট ৩১ হাজার ৭৭৫ জন সুস্থ হয়েছেন। রাজশাহী বিভাগে এ পর্যন্ত হাসপাতালে ভর্তি হয়েছেন তিন হাজার ৯৭৩ জন কোভিড-১৯ রোগী।

আরবিসি/০৪ জুন/ রোজি


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category