আরবিসি ডেস্ক : কুমিল্লায় স্ত্রী ও শাশুড়িকে হত্যার পর মরদেহের পাশে বসেছিলেন ঘাতক লোকমান হোসেন (৩৫) নামে এক যুবক। মঙ্গলবার (৯ ফেব্রুয়ারি) সন্ধ্যায় জেলার বুড়িচং উপজেলার হালগাঁও গ্রামে নৃশংস এ ঘটনার পর স্থানীয়রা তাকে আটক করে পুলিশে সোপর্দ করেন।
পুলিশ ও স্থানীয়রা জানান, মঙ্গলবার (৯ ফেব্রুয়ারি) সন্ধ্যায় হঠাৎ উত্তেজিত হয়ে স্ত্রী ফারজানা আক্তার (২৫) ও শাশুড়ি বানু বিবিকে (৫০) ছুরিকাঘাত করে লোকমান হোসেন। এতে ঘটনাস্থলে মা-মেয়ের মৃত্যু হয়। লোকমান পেশায় রিকশাচালক। সে মাদকাসক্ত ছিল বলে জানা যায়।
ঘাতক লোকমান জানায়, তার স্ত্রী ফারজানা আক্তার পরকীয়ার আসক্ত ছিলেন। বিষয়টি সমাধানের জন্য সদর উপজেলার কালীরবাজার ইউনিয়নের বল্লবপুর গ্রাম থেকে সকালে শাশুড়ি বানু বিবিকে খবর দিয়ে তার বাড়ি নিয়ে আসেন। সন্ধ্যায় স্ত্রীর পরকীয়ার বিষয়টি তার শাশুড়ি সমাধান না করে উল্টো তাকে গালমন্দ করা হয়। এক পর্যায়ে সে ক্ষুব্ধ হয়ে ছুরিকাঘাত করে শাশুড়ি ও তার স্ত্রীকে হত্যা করে।’
বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোজাম্মেল হক বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে ঘাতককে আটক করা হয়েছে। তাকে থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ করলে হয়তো ঘটনার বিস্তারিত জানা যাবে।’
আরবিসি/০৯ ফেব্রুয়ারী/ রোজি