• বৃহস্পতিবার, ০২ জানুয়ারী ২০২৫, ১০:৩৭ অপরাহ্ন

ইজারা একজনের, টোল আদায় করছেন অন্যজন

Reporter Name / ১০৩ Time View
Update : রবিবার, ২৫ এপ্রিল, ২০২১

স্টাফ রিপোর্টার : রাজশাহীতে বালুঘাটের ইজারা নিয়ে চলছে দুপক্ষের মধ্যে উত্তেজনা। বালুমহলের দখল নিয়ে ককটেল বিস্ফোরণ, বাড়িতে হামলার ঘটনাও ঘটেছে। এতে প্রায় সাড়ে ৬ কোটি টাকা দিয়ে ইজারা নেওয়ার পরেও টোল আদায় করতে পারছেন না ইজারাদার। স্থানীয় আওয়ামী লীগ নেতাদের প্রশ্রয়ে গত ১০ দিন থেকে টোল আদায় করতে পারছেন না বলে অভিযোগ ইজারাদার সোহেল জোবেরীর।

জেলা প্রশাসকের কার্যালয় সূত্রে জানা যায়, গত বছর দরপত্রের মাধ্যমে চারঘাট বালুমহাল মাত্র ২২ লাখ টাকায় ইজারা নেন মেসার্স রনি এন্টারপ্রাইজের স্বত্ত্বাধিকারী আখতারুজ্জামান রনি। গত ৩০ চৈত্র তার ইজারার মেয়াদ শেষ হয়েছে। এবার সেই বালু মহাল সরকার প্রায় সাড়ে ৬ কোটি টাকায় ছিদ্দিকা এন্টারপ্রাইজের স্বত্ত্বাধিকারী সোহেল জোবেরী সুজনকে ইজারা দেয়। তবে নতুনভাবে ইজারা পাওয়ার পরেও চারঘাট বালুমহালে বালু উত্তোলন ও টোল আদায় করতে পারছেন না ইজারাদার সোহেল জোবেরী। আগের ইজারাদার ওই বালু মহালের সরকারি জায়গা দখল করে বালুর স্তুপ করে রেখেছেন। টোলও আদায় করছেন।

চারঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দা সামিরা বলেন, ‘ইজারাদারকে কাগজে-কলমে বালুমহাল বুঝিয়ে দেওয়া হয়েছে। তাদের মধ্যে কিছু অভ্যন্তরীণ বিরোধ থাকায় সমস্যা হয়েছে। সেটি সমাধান হয়ে যাবে।’

ইজারাদার সোহেল জোবেরী সুজন বলেন, প্রায় সাড়ে ৬ কোটি টাকা রাজস্ব জমা দিয়ে এক বছরের জন্য বালুমহাল ইজারা নেওয়ার পরেও নদী থেকে বালু তুলতে বা টোল আদায় করতে পারছেন না। আগের ইজারাদার যে বালুর স্তুপ করে রেখেছে, সেগুলো সরিয়ে নিতে বা টোল আদায় বন্ধ করার অনুরোধ জানান তিনি। তিনি বলেন ভয়ভীতি দেখাতে তার লোকজনের উপর ককটেল হামলা চালানো হয়েছে।

আরবিসি/২৫ এপ্রিল/ রোজি

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category