• সোমবার, ২৩ সেপ্টেম্বর ২০২৪, ০৫:১৫ অপরাহ্ন
শীর্ষ সংবাদ
আগামী ৩০ নভেম্বরের মধ্যে সব সরকারি কর্মচারীকে সম্পদ বিবরণী দিতে হবে রাজশাহীতে শারদীয় দূর্গাপূজা উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত পদ্মা নদী সুরক্ষা ও দেশজুড়ে নৌ পথ চালুর দাবিতে ইয়্যাসের স্বারকলিপি রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ভৌত অবকাঠামো দৃশ্যমান হবে : ভাইস চ্যান্সেলর ডা. জাওয়াদুল হক কোর্ট হড়গ্রাম কাঁচা বাজারে অতিরিক্ত চাঁদা আদায়ের অভিযোগ রাষ্ট্রীয় পুরস্কারপ্রাপ্ত জাতীয় হকি তারকা মিন্টু ও শামীমের মৃত্যুবার্ষিকী পালিত রামেক হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে গৃহবধুর মৃত্যু   ঢাকা বোট ক্লাবের নব-নির্বাচিত সদস্য খন্দকার হাসান কবিরকে রাজশাহী মেট্রোপলিটন ক্লাবের শুভেচ্ছা তানোরে স্থানীয়দের তৎপরতায় জলাশয় ভরাটের মাটি ফেলা বন্ধ রাজশাহীতে কসমিকা ডিসট্রিবিউশন অফিসে দূর্ধর্ষ ডাকাতি

নাটোরের সিংড়ায় ট্রাকচাপায় দুই শিক্ষক নিহত

Reporter Name / ১২৪ Time View
Update : শনিবার, ২৪ এপ্রিল, ২০২১

সিংড়া প্রতিনিধি : নাটোরের সিংড়ায় ট্রাকের চাপায় দুই মোটর সাইকেলের আরোহী নিহত হয়েছেন। এরা হলেন, খলিলুর রহমান (৩৫) ও বেলাল হোসেন (৩৬)। তারা দুইজনই মাদ্রাসা শিক্ষক।

এ ঘটনায় আব্দুল হামিদ (৪০) নামে অপর এক শিক্ষক আহত হয়েছেন। স্থানিয়রা তাকে উদ্ধার করে প্রথমে সিংড়া উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করে। পরে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

ঝলমলিয়া হাইওয়ে পুলিশ ফাড়ির ইনচার্জ রেদোয়ান হোসেন জানায়, শনিবার সকালে হতহতরা একটি মোটর সাইকেলে করে নাটোর থেকে সিংড়ায় দিকে আসছিলেন। পথে সিংড়া ফেরিঘাট এলাকায় যাত্রী ছাউনীর সামনে একটি অজ্ঞাত ট্রাক মোটরসাইকেলটিকে ধাক্কা দিয়ে দ্রুত পালিয়ে যায়।

এতে ঘটনাস্থলেই নিহত হয় মোটরসাইকেলের দুই আরোহী মাদ্রাসা শিক্ষক খলিলুর রহমান ও বেলাল হোসেন। এসময় স্থানিয়রা আহত হামিদকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ ভর্তি করে। পরে পুলিশ মরদেহ দুটি উদ্ধার করে প্রথমে সিংড়া থানায় নিয়ে যায়। পরে ময়না তদন্তের জন্য নাটোর সদর হাসপাতাল মর্গে প্রেরন করা হয়।

নিহত খলিলুর রহমান সিরাজগঞ্জ জেলার সলংগা উপজেরার বেতুয়া এলাকার আব্দুস ছামাদের ছেলে এবং নাটোর সদর উপজেলার তেবাড়িয়া হালিমাতুস সাদিয়া মাদ্রাসার প্রতিষ্ঠাতা এবং বেলার হোসেন একই মাদ্রাসার শিক্ষক ও সিরাজগঞ্জ জেলার রায়গঞ্জ উপজেলার ডুমরাই এ্যলাকার আশরাফ আলীর ছেলে। আহত আব্দুল হামিদ শহরের উত্তর বড়গাছা এলাকার আলহাজ হাবিবুর রহমানের ছেলে।

আরবিসি/২৪ এপ্রিল/ রোজি


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category