নওগাঁ প্রতিনিধি: ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষে নওগাঁয় ইÑট্রাফিক প্রসিকিউশন এন্ড ফাইন পেমেন্ট সিস্টেমের উদ্ধোধন করা হয়েছে। জেলা পুলিশের আযোজনে রবিবার বিকেলে শহরের বালুডাঙ্গা বাসস্ট্যান্ড এলাকায় প্রধান অতিথি হিসাবে এ সিস্টেম উদ্বোধন করেন পুলিশ সুপার প্রকৌশলী আব্দুল মান্নান মিয়া।
এসময় অতিরিক্ত পুলিশ সুপার আবু সাঈদ খান, ট্রাফিক ইন্সপেক্টর রেজাউল ইসলাম ও রাজীব, জেলা প্রেসক্লাবের সভাপতি নবির উদ্দিন, সাধারণ সম্পাদক আবু বক্কর সিদ্দিক নান্নু, জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মতিউজ্জামান মতিনসহ জেলা পুলিশের সদস্য ও বিভিন্ন শেণির পেশার মানুষ উপস্থিত ছিলেন। ইÑট্রাফিক প্রসিকিউশন এন্ড ফাইন পেমেন্ট সিস্টেমের মাধ্যমে তাৎক্ষণিকভাবে মামলা দেওয়া যাবে এবং এ মামলার কপি পুলিশ ও ড্রাইভারের কাছে থাকবে।
এছাড়াও মামলার টাকা ব্যাংকে না গিয়ে মোবাইল থেকে পরিশোধ করা যাবে বলে জানানো হয়।
আরবিসি/০৭ ফেব্রুয়ারি/ রোজি