• রবিবার, ২২ সেপ্টেম্বর ২০২৪, ০৫:২৪ অপরাহ্ন
শীর্ষ সংবাদ
ঢাকা বোট ক্লাবের নব-নির্বাচিত সদস্য খন্দকার হাসান কবিরকে রাজশাহী মেট্রোপলিটন ক্লাবের শুভেচ্ছা তানোরে স্থানীয়দের তৎপরতায় জলাশয় ভরাটের মাটি ফেলা বন্ধ রাজশাহীতে কসমিকা ডিসট্রিবিউশন অফিসে দূর্ধর্ষ ডাকাতি কারিতাস আলোকিত শিশু প্রকল্পের শিশু সুরক্ষা বিষয়ক কর্মশালা রাণা দাশগুপ্তের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে প্রতিবাদ সমাবেশ রাজশাহীতে খানকাহ শরীফে লুটপাট,ভাংচুর ও হামলার প্রতিবাদে মানববন্ধন ডলার-সংকটে ভারতীয় বিদ্যুতের ১০০ কোটির বকেয়া পরিশোধে হিমশিম বাংলাদেশ ছয়দিন পর সোনামসজিদ স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি শুরু দুই ভাইকে কুপিয়ে হত্যা: বাবা-ছেলেসহ গ্রেফতার ৩ আল্লাহ তোমার বিচার তুমি করো: পরীমণি

কঠোর হচ্ছে র‍্যাব, মাস্ক না পরলেই জরিমানা

Reporter Name / ১০৭ Time View
Update : সোমবার, ৫ এপ্রিল, ২০২১

আরবিসি ডেস্ক : করোনার বিদ্যমান পরিস্থিতিতে প্রধানমন্ত্রীর কার্যালয়ের ১৮ দফা ও মন্ত্রিপরিষদ বিভাগের ১১ দফা নির্দেশনা যথাযথভাবে প্রতিপালনের জন্য যারা মাস্ক পরবে না তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করবে পুলিশের এলিট ফোর্স র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ান (র‍্যাব)। যারা মাস্ক পরবে না তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে সোমবার (৫ এপ্রিল) রাজধানীতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করবে র‍্যাব।

সোমবার (৫ এপ্রিল) সকালে র‍্যাব সদর দফতরের নির্বাহী ম্যাজিস্ট্রেট পলাশ কুমার বসু বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘সরকারের নির্দেশনাগুলো ৫ এপ্রিল থেকে বলবৎ করার লক্ষ্যে যারা মাস্ক পরবে না তাদের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। করোনা মহামারি মোকাবিলায় সকলের মাস্ক পরা নিশ্চিত করতে জনসচেতনতা বৃদ্ধি, মাস্ক ও হ্যান্ড-স্যানিটাইজার বিতরণ করবে র‍্যাব।’

উল্লেখ্য, গত বছরের ২ ডিসেম্বর রাজধানীর শাহবাগ মোড়ে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে মাস্ক না পরার অপরাধে ৩০ জনকে ২০০ থেকে ৩০০ টাকা পর্যন্ত জরিমানা করেছিলেন র‍্যাবের ভ্রাম্যমাণ আদালত। ওইদিন প্রায় এক হাজার মাস্কও বিতরণ করে র্যাব। এছাড়া করোনা মহামারি রোধে স্বাস্থ্যবিধি মেনে চলতে সচেতনতা বৃদ্ধিতে নানা পরামর্শও দেয় পুলিশের এই এলিট ফোর্স।

এদিকে, শনিবার (৩ এপ্রিল) র‍্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন জাগো নিউজকে বলেন, ‘লকডাউনকে পুঁজি করে সারাদেশে কোনো অসাধু চক্র যেন সুবিধা নিতে না পারে সেজন্য গোয়েন্দা নজরদারি থাকবে ও অভিযান পরিচালনা করবে র‍্যাব।’

তিনি বলেন, ‘লকডাউনের সুযোগ নিয়ে কোনো অসাধু চক্র যেন জিনিসপত্রের দাম বাড়াতে না পারে সেই লক্ষ্যে আমরা মাঠে থাকব। এ বিষয়ে কঠোর অবস্থান নিতে এবারও মাঠে থাকব আমরা। কোনো অসাধু ব্যক্তি বা চক্র এ পরিস্থিতিকে পুঁজি করে যেন কোনো ধরনের অবৈধ কাজ করতে না পারে সেটা নিশ্চিত করতে র্যাবের গোয়েন্দা নজরদারি থাকবে।’

আরবিসি/০৫ এপ্রিল/ রোজি


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category