• শনিবার, ২১ সেপ্টেম্বর ২০২৪, ০৪:৪৬ অপরাহ্ন

আজ রাতে ‘ব্ল্যাক আউট’ করা হবে রাজশাহী

Reporter Name / ১৩৬ Time View
Update : বৃহস্পতিবার, ২৫ মার্চ, ২০২১

স্টাফ রিপোর্টার : যথাযোগ্য মর্যাদার সঙ্গে জাতীয় কর্মসূচির আলোকে ২৫ মার্চ গণহত্যা দিবস উদযাপনের লক্ষ্যে রাজশাহী জেলা প্রশাসন এবার ব্যাপক কর্মসূচি গ্রহণ করেছে। গণহত্যা দিবসের রাতে ‘ব্ল্যাক আউট’ করা হবে রাজশাহী।

সরকারি এক তথ্য বিবরণীতে এই তথ্য জানানো হয়েছে।

কর্মসূচির মধ্যে রয়েছে, বৃহস্পতিবার (২৫ মার্চ) সকাল ১১টায় বাংলাদেশ শিশু একাডেমি ও জেলা শিল্পকলা একাডেমি, রাজশাহীতে গণহত্যা ও মুক্তিযুদ্ধ বিষয়ক রচনা, চিত্রাংকন, দেশাত্ববোধাক সংগীত, আবৃত্তি প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন। দুপুর ১২টায় শহরের গুরুত্বপূর্ণ এলাকাসমূহে গণহত্যার ওপর আলোকচিত্র ও প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হবে।

প্রতিটি মসজিদে বাদ যোহর ও অন্যান্য উপাসনালয়ে সুবিধামত সময়ে ২৫ মার্চ রাতে নিহতদের স্মরণে বিশেষ মোনাজাত ও প্রার্থনা করা হবে। মহানগরের সকল বধ্যভূমিতে সূর্যাস্তের সঙ্গে সঙ্গে মোমবাতি প্রজ্বলন ও বিশেষ মোনাজাত করা হবে। জরুরি স্থাপনা ব্যতিত অন্যান্য সরকারি ভবনে রাত ৯টা থেকে ৯টা মিনিট পর্যন্ত প্রতীকী ‘ব্ল্যাক আউট’ করা হবে।

আরবিসি/২৫ মার্চ/ রোজি


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category