নিজস্ব প্রতিবেদক: বৈষম্যহীন, নিরাপদ, মানবিক বাংলাদেশ গড়ায় জাতীয়তাবাদী যুবদলের ভূমিকা শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) বেলা ১২ টায় নগরীর জিরোপয়েন্টে মুন লাইট গার্ডেনের হলরুমে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন।
এসময় সংগঠনকে গতিশীল করার লক্ষ্যে সকলকে একত্রিত হয়ে কাজ করার আহ্বান জানিয়ে তিনি বলেন, সাধারণ মানুষের আস্থা যেনো হারিয়ে না যায় সেজন্য কাওকে হয়রানি করা থেকে সকলকে বিরত থাকতে হবে। এছাড়াও যেকোনো ধরনের নাশকতা থেকে দূরত্ব বজিয়ে রেখে সংগঠনকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য একত্র হয়ে কাজ করার আহ্বানও জানান তিনি।
রাজশাহী মহানগর যুবদলের আহ্বায়ক মাহফুজুর রহমান লিটনের সভাপতিত্বে মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন, রাজশাহী মহানগর যুবদলের আহবায়ক মাহফুজুর রহমান রিটন, রাজশাহী জেলা যুবদলের আহবায়ক মাসুদুর রহমান সজন, রাজশাহী মহানগর যুবদলের সদস্য সচিব রফিকুল ইসলাম রবি, রাজশাহী জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ফয়সাল সরকার ডিকো প্রমুখ।
এছাড়াও মতবিনিময় সভায় রাজশাহী, নাটোর, বগুড়া, পাবনা, জয়পুরহাট, নওগাঁ, সিরাজগঞ্জ, চাঁপাইনবাবগঞ্জ জেলার বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত আছেন।