• শনিবার, ২৫ জানুয়ারী ২০২৫, ০১:৪৭ পূর্বাহ্ন

পদ্মার প্রবেশমুখে ২৪ ঘণ্টায় পানি বেড়েছে ৭ সেন্টিমিটার

Sonia khatun / ৪৮ Time View
Update : মঙ্গলবার, ২৭ আগস্ট, ২০২৪

আরবিসি ডেস্ক: ফারাক্কার ভাটিতে চাঁপাইনবাবগঞ্জের পদ্মা নদীতে গত ২৪ ঘণ্টায় পানি বেড়েছে সাত সেন্টিমিটার। তবে এখনও পদ্মার পানি বিপৎসীমার দেড় মিটার নিচে রয়েছে। চাঁপাইনবাবগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের উপ-বিভাগীয় প্রকৌশলী ময়েজ উদ্দীন এ তথ্য জানিয়েছেন।

ময়েজ উদ্দীন বলেন, ফারাক্কা ব্যারেজের পর ভারত থেকে পদ্মা নদী চাঁপাইনবাবগঞ্জের পাংখা পয়েন্ট দিয়ে বাংলাদেশে প্রবেশ করেছে। সেই পাংখা পয়েন্টে ২৪ ঘণ্টায় ৭ সেন্টিমিটার পানি বেড়েছে। তবে সর্বশেষ ১২ ঘণ্টায় পানি বেড়েছে ৪ সেন্টিমিটার।

প্রকৌশলী ময়েজ উদ্দীন আরও বলেন, পদ্মায় বিপৎসীমা ধরা হয় ২২ দশমিক ৫ মিটার। বর্তমানে পানির স্তর ২০ দশমিক ৫৫ মিটার। এখনও পানির স্তর বিপৎসীমার দেড় মিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। পানি বৃদ্ধির যে হার, তাতে এখনও আকস্মিক বন্যার আশঙ্কা নেই এ অঞ্চলে।

প্রসঙ্গত ফারাক্কা ব্যারেজের ১০৯টি জলকপাট খুলে দেওয়ার খবর দেয় ভারতের বেশ কিছু গণমাধ্যম। সংবাদে বলা হয়, ভারতের বিহার ও ঝাড়খণ্ডে বন্যার কারণে ফারাক্কার কপাট খুলে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category