নিজস্ব প্রতিবেদক: রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক দ্বারা পরিচালিত ও নিয়ন্ত্রিত রাকাব স্মল এন্টারপ্রাইজ ক্রেডিট প্রোজেক্ট এ কর্মরত কর্মকর্তা-কর্মচারিদের চাকরি স্থায়ীকরনের জন্য “এক দফা এক দাবি” তে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালন করেছে রাকাব স্মল এন্টারপ্রাইজ ক্রেডিট প্রোজেক্ট এ কর্মরত সকল কর্মকর্তা-কর্মচারিবৃন্দ।
গতকাল শনিবার (২৪ আগস্ট) বেলা ১১ টায় রাজশাহী নগরীর ম্যাচ ফ্যাক্টরির মোড়ে রাজশাহী ও রংপুর বিভাগের বিভিন্ন জেলার রাকাব এসইসিপি’র শতাধিক কর্মকর্তা কর্মচারীর মানববন্ধন ও অবস্থান কর্মসূচিতে উপস্থিত ছিলেন।
আন্দোলনকারিরা চাকুরি স্থায়ীকরনের এক দফা দাবিতে অনির্দিষ্টকালের জন্য কলম বিরতি ঘোষণা করেন। এসময় ডিপিও-সিপিও-তে সকল কাজের তথ্য প্রদান বন্ধ থাকবে বলেও ঘোষণা দেয়া হয়।
এর আগে তারা বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করেন। এছাড়া চলমান বন্যায় বন্যার্তদের জন্য তারা ১ দিনের বেতন প্রদান করার সিদ্ধান্তও জানান।