নিজস্ব প্রতিবেদক: রাজশাহী জেলা ক্রীড়া সংস্থার এডহক কমিটি গঠন ও মাঠের খেলা গতিশীল করার লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৪ আগস্ট) বিকেল ৪ টায় রাজশাহী জেলা স্টেডিয়াম সম্মেলন কক্ষে বিভিন্ন ক্রীড়া সংগঠকদের অংশগ্রহণে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
এসময় খেলাধুলার প্রতি জোর দেওয়ার আহ্বান জানিয়ে বিভিন্ন ক্রীড়া সংগঠকরা বলেন, রাজশাহীতে খেলাধুলার মান বাড়াতে ক্রীড়াবান্ধব সংগঠন গড়ে তুলতে হবে। যাতে নতুন নেতৃবৃন্দ খেলাধুলাকে দায়িত্ব সহকারে এগিয়ে নিয়ে যেতে পারে।
তারা বলেন, খেলোয়াড়দের মান উন্নয়ন ও তাদের প্রশিক্ষণের জন্য রাজশাহীর মাঠগুলোকে খেলার জন্য উন্মুক্ত করতে হবে এবং ক্রীড়াঙ্গনকে শক্তিশালী করতে তরুনদের বেশি অগ্রাধিকার দিতে হবে। কারন তরুনরাই পারবে এই ক্রীড়াঙ্গনকে সামনে এগিয়ে নিয়ে গিয়ে জাতীয় ও আন্তর্জাতিকভাবে রাজশাহীকে নতুন পরিচয় দিতে।
এছাড়াও সংগঠকরা বলেন, রাজশাহী জেলা জিমনেসিয়ামকে সকল খেলোয়াড়দের জন্য উন্মুক্ত করা হলে প্রতিনিয়ত সেখানে খেলোয়াড়রা প্রশিক্ষণ নিতে পারবে। যার মাধ্যমে নিজেদের খেলাধুলায় নিয়োজিত রাখতে পারবে তারা।
মতবিনিময় সভায় বিভিন্ন ক্রীড়া সংগঠক, ক্রীড়া প্রেমী ও খেলোয়াড়বৃন্দ উপস্থিত ছিলেন।