• বৃহস্পতিবার, ১০ অক্টোবর ২০২৪, ০২:২৬ পূর্বাহ্ন

আগামীকাল ঢাকায় আসছে জাতিসংঘের ফ্যাক্টর ফাইন্ডিং মিশনের কারিগরি দল: পররাষ্ট্র সচিব

Sonia Khatun / ২০ Time View
Update : বুধবার, ২১ আগস্ট, ২০২৪

আরবিসি ডেস্ক: আগামীকাল ঢাকায় আসছে জাতিসংঘের ফ্যাক্ট ফাইন্ডিং মিশনের প্রাথমিক দল। বুধবার (২১ আগস্ট) বিকেলে পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, প্রতিনিধি দলটি ঢাকা থাকার কথা ২৮ আগস্ট পর্যন্ত। এসময়ে তারা সংশ্লিষ্ট সকলের সাথে সাক্ষাৎ করবেন। কয়েকজন উপদেষ্টার সাথেও দেখা করার কথা রয়েছে।

পররাষ্ট্রসচিব আরও বলেন, ছাত্র আন্দোলনে, সহিংসতা, মৃত্যের সংখ্যা সব সার্বিক বিষয়ে তদন্ত করতে চায় এমন আগবান অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টাকে জানিয়েছিল সংস্থাটির হাইকমিশনার ফলকার টুর্ক। এ নিয়ে ড. ইউনূসের সঙ্গে ফোনেও আলাপা করেন। সেই ধারাবাহিকতায় আসছেন প্রতিনিধি দল।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, জাতিসংঘের অধিবেশনে অংশ নিতে প্রধান উপদেষ্টার যুক্তরাষ্ট্রে যেতে পারেন। জাতিসংঘের সঙ্গে বাংলাদেশের সম্পর্কের ৫০ বছর উপলক্ষে বিশেষ অনুষ্ঠান আয়োজন হবার কথা রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category