• রবিবার, ২০ অক্টোবর ২০২৪, ০১:৫৬ অপরাহ্ন
শীর্ষ সংবাদ

কক্সবাজারে পাহাড় ধসে একই পরিবারের ৩ জনের মৃত্যু

Sonia Khatun / ২৬ Time View
Update : রবিবার, ১৮ আগস্ট, ২০২৪

আরবিসি ডেস্ক: কক্সবাজারের পেকুয়া উপজেলায় পাহাড় ধসে একই পরিবারের নারী ও শিশুসহ ৩ জনের মৃত্যু হয়েছে।

আজ রবিবার (১৮ অগস্ট) ভোরে পেকুয়া উপজেলার শিলখালী ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের জারুল বুনিয়া সেগুনবাগিচা এলাকায় পাহাড় ধসের ঘটনা ঘটে।

মৃতরা হলেন ওই এলাকার মো: সরোয়ার আলমের স্ত্রী মমতাজ বেগম (৩২), তাদের শিশু কন্যা ময়না (১৩) ও তোহা (৮)।

পেকুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাইফুল ইসলাম জয় জানিয়েছেন, শনিবার রাতভর ভারী বৃষ্টি হয়েছে। একারণে রবিবার ভোর রাত ৪টার দিকে শিলখালী ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের জারুল বুনিয়া সেগুনবাগিচা এলাকায় পাহাড় ধসের ঘটনা ঘটে। পাহাড় ধসে একটি ঘর মাটির নিচে চাপা পড়ে একই পরিবারের এক নারী ও দুই শিশুর মৃত্যু হয়।

তিনি আরও জানান, খবর পেয়ে সকালে উপজেলা প্রশাসন ও ফায়ার সার্ভিসের টিম ঘটনাস্থলে গিয়ে মরদেহ গুলো উদ্ধার করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category