আরবিসি ডেস্ক : নড়াইলে চুরি করে খেজুরের রস খেয়ে পাঁচ শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েছে। রোববার (২৮ জানুয়ারি) সকালে সদর উপজেলার শাহাবাদ এলাকায় এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী শিক্ষার্থীরা সবাই শাহাবাদ মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্র। তাদের উদ্ধার করে নড়াইল সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা জানায়, সকালে শাহাবাদ মাধ্যমিক বিদ্যালয়ের কয়েকজন ছাত্র স্কুলে গিয়ে খেজুরের রস খাওয়ার পরিকল্পনা করে। পরিকল্পনা অনুযায়ী তারা সকাল সাড়ে ১০টার দিকে স্কুল থেকে বের হয়। বিদ্যালয় সংলগ্ন খেজুর গাছ থেকে চুরি করে ছয়ছাত্র রস পান করে। কিছুক্ষণ পর তাদের তীব্র পেটব্যথা শুরু হয়।
পরে তাদের উদ্ধার করে নড়াইল সদর হাসপাতালে নেওয়া হয়। সেখানে প্রয়োজনীয় চিকিৎসা দিয়ে হাসপাতালে ভর্তি করে পর্যবেক্ষণে রাখা হয়েছে।
এ বিষয়ে শাহাবাদ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধানশিক্ষক পরিমল চন্দ্র দত্ত বলেন, এসএসসি পরীক্ষার কেন্দ্রের মিটিংয়ের কারণে আমি নড়াইলে ছিলাম। ছাত্রদের অসুস্থ হওয়ার খবর শুনে হাসপাতালে গিয়ে দেখি পাঁচজন ছাত্রের চিকিৎসা চলতেছে।
হাসপাতালে মেডিকেল কনসালটেন্ট মুশফিকুর রহমান কে বলেন, বিষাক্ত কোনো দ্রব্য রসে ছিল বলে ছাত্ররা অসুস্থ হয়ে পড়েছে।