স্টাফ রিপোর্টার : ব্যক্তিগত কিংবা রাজনৈতিকভাবে কাউকে হেনস্থা করার বর্তমানে সবচেয়ে জনপ্রিয় হাতিয়ার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক। যেমন ভাবেই হোক যে যাকে পারছে তাকে ফেসবুকে ‘ভাইরাল’ করছে।তবে এই ভাইরালের প্রয়োগ বেশির ভাগ ক্ষেত্রেই প্রতিপক্ষকে ঘায়েল করতেই ব্যবহৃত হচ্ছে। কারও ব্যক্তিগত বিষয় গোপনে ছবি তুলে কিংবা ভিডিও ধারণ করে সেটিকে সুপার এডিটিং অথবা পৃথক একাধিক ছবি জোড়া দিয়ে উদ্দেশ্য প্রণোদিত আরো কিছু বিষয় যোগ করে ফেসবুকে ছেড়ে দিতে পারলেই যেন তাদের উদ্দেশ্য হাসিল হয়। এতে টার্গেট ব্যক্তির সম্মানহানীসহ সামাজিক ও ব্যক্তিগতভাবে অপ্রীতিকর পরিস্থিতিতে পড়ে ও অর্থনৈতিক ভাবে ক্ষতিগ্রস্থ হয়। সম্প্রতি গণমাধ্যমে এমনই রাজনৈতিক প্রতিপক্ষের ষড়যন্ত্রের শিকার হয়েছেন রাজশাহীর বাগমারা আসনের তিন বারের সফল এমপি ইঞ্জিনিয়ার এনামুল হক।
গতকাল হঠাৎ একটি আপত্তিকর ভিডিও ফেসবুকে ছড়িয়ে দেয়া হয়েছে। সংশ্লিষ্টরা বলছেন, রাজনৈতিকভাবে ঘায়েল করতেই প্রতিপক্ষ সংঘবদ্ধ চক্র এমন কাজ করেছে।
তবে ভাইরাল হওয়া ভিডিওটি তার নয় দাবি করে এমপি এনামুল হক বলেন, তার ফেসবুক আইডি হ্যাক করে মুখমন্ডল ও কন্ঠ নকল করে রাজনৈতিক ভাবে ঈর্ষান্বিত হয়ে প্রতিপক্ষ মহল এ কাজ করেছে। এ ব্যাপারে তিনি আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবেন বলে জানিয়েছেন।
এমপি এনামুল হক বলেন, ২০০৮ সালে আমি এমপি নির্বাচিত হওয়ার পর অশান্ত ও রক্তাক্ত বাগমারাকে এখন শান্তির বাগমারাতে রূপান্তরিত করেছি। সরকারের নানামুখি পদক্ষেপে বাগমারায় শিক্ষা, বিদ্যুৎ, উন্নত রাস্তাঘাটসহ বিভিন্ন উন্নয়ন করেছি। এগুলো এক স্বার্থান্বেসী মহল সহ্য করতে পারে না। বাগমারায় এত উন্নয়ন হোক তারা চায় না। আমার জনপ্রিয়তা তাদের চক্ষুশূল। কয়েক মাস পর জাতীয় নির্বাচন। আমাকে কোন ভাবেই দমাতে না পেরে তারা নির্বাচনকে টার্গেট করে এমন কাজ করেছেন।
তিনি আরও বলেন, ২০১৯ সালে তার ফেসবুক আইডি হ্যাক হয়। এ ঘটনায় রাজধানীর কলাবাগান ধানমন্ডি থানায় একটি সাধারণ ডায়েরীও করেন। সম্প্রতি ভাইরাল হওয়া ঘটনার বিষয়ে খুব শীগগিরই আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবেন বলেও জানান এমপি এনামুল হক।
আরবিসি / ০৬ এপ্রিল / আরএস