• শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪, ০৮:৪৯ অপরাহ্ন
শীর্ষ সংবাদ
রাজশাহীতে ছাড়পত্র চাওয়ায় মেডিকেল শিক্ষার্থীদের ওপর হামলার অভিযোগ রাজশাহীতে ছাত্র আন্দোলনের সমন্বয়ককে হাতু’ড়িপে’টার অভিযোগ ছাত্রদলের বিরুদ্ধে রাজশাহীর বিভাগীয় পাসপোর্ট অফিসের ডিডি’র থানায় জিডি রাজশাহীতে বিএনপি নেতাকে ছুরিকাঘাত তোপের মুখে রাজশাহী বিভাগীয় পাসপোর্ট অফিসের ডিডি রাজশাহীর সারদায় আবারও এএসপি-এসআইদের সমাপনী কুচকাওয়াজ স্থগিত শেখ হাসিনা বিদায় হলেও দেশে গণতন্ত্র ফেরেনি: আব্দুস সালাম রাবির বধ্যভূমি এলাকায় ছিনতাইকারীর হামলায় আহত ১ আরএমপি’র ৩ থানায় নতুন গাড়ি হস্তান্তর করলেন পুলিশ কমিশনার রাজশাহীতে বহিস্কৃত বিএনপি নেতার বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ

রাসিকের উদ্যোগে এলজিআরডি মন্ত্রীকে নাগরিক সংবর্ধনা

Reporter Name / ১৩০ Time View
Update : শনিবার, ১৩ মার্চ, ২০২১

স্টাফ রিপোর্টার : রাজশাহী সিটি কর্পোরেশনের উন্নয়ন কার্যক্রম অবহিতকরণ ও স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী তাজুল ইসলাম এমপিকে নাগরিক সংবর্ধনা প্রদান করা হয়েছে।

শনিবার সন্ধ্যায় নগরভবন গ্রীন প্লাজায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মন্ত্রী মোঃ তাজুল ইসলাম এমপি। রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন অনুষ্ঠানের সভাপতিত্ব করেন। অনুষ্ঠানে এলজিআরডি মন্ত্রীর হাতে সম্মাননা স্মারক তুলে দেন রাসিক মেয়র।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এলজিআরডি মন্ত্রী বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বপ্নের দুঃখা ও দারিদ্রমুক্ত সোনার বাংলা গড়ার স্বপ্ন নিয়ে দেশ স্বাধীন করেন। কিন্তু দুঃখের বিষয় বঙ্গবন্ধু সেই স্বপ্ন বাস্তবায়নের সময় পাননি। তবে পরবর্তীতে বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্বপ্নের সোনার বাংলা গড়তে কাজ করে চলেছে। গ্রামে-গঞ্জে বিদ্যুত পৌছে গেছে, সেবাখাত বৃদ্ধি পেয়েছে, খাদ্যে স্বয়ংসম্পন্ন হয়েছে, যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন হয়েছে, সরকারের পৃষ্ঠপোষকতায় তরুণরা আইটি সেক্টর অনেক এগিয়ে গেছে, মাথাপিছু আয় বৃদ্ধি পেয়েছে।

সভাপতির বক্তব্যে রাসিক মেয়র খায়রুজ্জামান লিটন বলেন, আজকের দিনটি এই কাঙ্খিত দিন। আজকে আমাদের মন্ত্রী মহোদয়কে আমরা সিটি কর্পোরেশনের উন্নয়ন কর্মক্রম দেখালাম। আমরা কৃতজ্ঞতা জানাই মন্ত্রী মহোদয়কে তিনি আমাদের অনেক কিছু দিয়েছেন, এলজিআরডি মন্ত্রী হিসেবে তাঁর কাছে আমাদের আরো চাওয়া আছে। আশা করি তিনি রাজশাহীর উন্নয়নে আগামীতেও সহযোগিতা করবেন।
মেয়র আরো বলেন, রাজশাহীকে বদলে দিতে মেয়র নির্বাচিত হওয়ার পর থেকে কাজ করে যাচ্ছি। রাজশাহীর উন্নয়ন দৃশ্যমান হয়েছে। ইতোমধ্যে তিন হাজার কোটি টাকার প্রকল্প অনুমোদন হয়েছে। এই প্রকল্প বাস্তবায়নের পাশাপাশি আরো নতুন নতুন প্রকল্প গ্রহণ করা যাচ্ছে। আগামী কয়েক বছরে মধ্যে রাজশাহীর আমূল পরিবর্তন হবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন স্থানীয় সরকার বিভাগের সিনিয়র সচিব হেলালুদ্দীন আহমদ। তিনি বলেন, সারা বিশে^র মধ্যে রাজশাহী হচ্ছে ক্লিন সিটি গ্রিন সিটি হিসেবে পরিচিত। এটি রাজশাহীর জন্য অনন্য একটি অর্জন। ২০১৮ সালে নির্বাচনের পর আজকে রাজশাহী এসে অবাক হলাম, নানন্দিক সড়ক ও সড়কবাতি। এই অর্জনের নেপথ্যে মেয়র খায়রুজ্জামান লিটন।

অনুষ্ঠান মঞ্চে উপস্থিত ছিলেন রাজশাহী-৩ আসনের সংসদ সদস্য আয়েন উদ্দিন, রাজশাহী-৫ আসনের সংসদ সদস্য ডা. মনসুর রহমান, সংরক্ষিত আসনের এমপি আদিবা আঞ্জুম মিতা, রাসিক মেয়রপত্নী ও মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি সমাজসেবী শাহিন আকতার রেনী, রাজশাহীর বিভাগীয় কমিশনার ড. মোঃ হুমায়ুন কবীর, রাজশাহী রেঞ্জের ডিআইজি আব্দুল বাতেন, রাজশাহী মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার সুজায়েত ইসলাম, জেলা প্রশাসক আব্দুল জলিল, জেলা পুলিশ সুপার এবিএম মাসুদ হোসেন, বীর মুক্তিযোদ্ধা প্রফেসর রুহুল আমিন প্রামাণিক, রাজশাহী শিক্ষাবোর্ডের সাবেক চেয়ারম্যান প্রফেসর তানবিরুল আলম, জেলা আওয়ামী লীগ সভাপতি মেরাজ মোল্লা, রাসিকের ২২নং ওয়ার্ড কাউন্সিলর আব্দুল হামিদ সরকার টেকন।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন রাসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা ড. এবিএম শরীফ উদ্দিন। রাসিকের বিভিন্ন উন্নয়ন প্রকল্প সংক্রান্ত তথ্য উপস্থাপন করেন রাসিকের সাবেক প্রধান প্রকৌশলী আশরাফুল হক।

এরআগে বর্ণিত সাজে সজ্জিত নগরভবনে মন্ত্রী মোঃ তাজুল ইসলাম এমপিকে ফুলেল শুভেচ্ছা জানান রাসিক মেয়র খায়রুজ্জামান লিটন ও কাউন্সিলরবৃন্দ। স্থানীয় সরকার বিভাগের সিনিয়র সচিব হেলালুদ্দীন আহমদকে ফুলেল শুভেচ্ছা জানান রাসিকের কর্মকর্তাবৃন্দ। এরপর বর্ণাঢ্য সঙ্গীত আয়োজনে ও নৃত্যের তালে তালে মন্ত্রীকে বরণ করে গ্রীন প্লাজার অনুষ্ঠান মঞ্চে নিয়ে যাওয়া হয়। এরপর মন্ত্রী ও সিনিয়র সচিবকে কাউন্সিলর, কর্মকর্তা ও বিশিষ্ট নাগরিকবৃন্দরা ফুলেল শুভেচ্ছা জানান। অনুষ্ঠানে রাসিকের কাউন্সিলর, কর্মকর্তা, সরকারি দপ্তরের উচ্চ পদস্থ কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

আরবিসি/১৩ মার্চ/ রোজি


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category