স্টাফ রিপোর্টার : বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে দায়িত্ব গ্রহণ করলেন রাজশাহী জেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মীর ইকবাল। মঙ্গলবার দুপুরে আনুষ্ঠানিক ভাবে এই দায়িত্ব ভার গ্রহণ করেন তিনি।
এই সময় নৌপরিবহণ প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী, রাজশাহী সদর আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক ফজলে হোসেন বাদশা, রাজশাহী-৩ আসনের সংসদ সদস্য আয়েন উদ্দীন, রাজশাহী মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি বীরমুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী কামাল, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডাবলু সরকার, সাংগঠনিক সম্পাদক মীর ইশতিয়াক আহমেদ লিমনসহ জেলা ও মহানগর আওয়ামীলীগের বিভিন্ন সংগঠনের নেতৃবৃদ্ধ। এছাড়াও জেলা বিভিন্ন উপজেলা পরিষদের চেয়ারম্যান, পৌরসভার মেয়র ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
এর আগে তিনি জেলা পরিষদের সামনে নবনির্মিত বঙ্গবন্ধুর ম্যুরালের ফলক উন্মোচন ও দোয়া করেন।
দায়িত্ব গ্রহণের সময় তিনি বলেন, আমি সকলের দোয়ায় আজকে এই দায়িত্ব গ্রহণ করলাম। আমার জেলা পরিষদের দায়িত্ব গ্রহণ করলাম বর্তমান কি অবস্থা সেভাবে আমার জানা নেই। আমি পরিষদের সকল সদস্যদের নিয়ে পরামর্শ করে কিভাবে এই পরিষদের কাজের পরিধি বৃদ্ধি করা যায় তা করবো। এছাড়াও সরকারের পরামর্শে ও অনুদায় নিয়ে এসে এই এলাকার উন্নয়ন করবো বলে জানান।
আরবিসি/২২ নভেম্বর/ রোজি