• মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪, ১২:০৪ পূর্বাহ্ন
শীর্ষ সংবাদ
রাজশাহীতে লাঞ্ছিতের পর ১২ ঘন্টা মেসে অবরুদ্ধ ছাত্রীরা, গ্রেপ্তার ৩ গভীর রাতে রাজশাহী সীমান্তে বিএসএফের দফায় দফায় গু’লি বর্ষণ, জনমনে আতঙ্ক রাজশাহীর বাগমারায় তেলের ট্রাক বিস্ফোরণে পুড়লো ৪শ ব্যারেল তেল, ৮ দোকান রাবির ৬ শিক্ষার্থীকে স্থায়ী বহিষ্কার, ৩৩ জনের নানা মেয়াদে শাস্তি রাজপাড়া থানার নতুন ভবন উদ্বোধন করলেন আরএমপি পুলিশ কমিশনার উপদেষ্টা হাসান আরিফের মৃত্যুতে রাষ্ট্রপতির শোক পাকিস্তানি চিনি, আলুসহ শিল্পের কাঁচামাল নিয়ে এলো সেই জাহাজ অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হাসান আরিফ মারা গেছেন রাজশাহীর চারঘাটে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ১, আহত ৫ সার সঙ্কটে রাজশাহীতে ব্যাহত হচ্ছে আলুচাষ, দামও অতিরিক্ত

জেলা পরিষদে আ’লীগের প্রার্থীকে বিজয়ী করতে হবে : এমপি এনামুল

Reporter Name / ৩৯৩ Time View
Update : শুক্রবার, ১৬ সেপ্টেম্বর, ২০২২

স্টাফ রিপোর্টার : আসন্ন রাজশাহী জেলা পরিষদ নির্বাচন বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীন প্রার্থী বীর মুক্তিযোদ্ধা মীর ইকবালকে বিজয়ের লক্ষ্যে ঐক্যবদ্ধ হয়েছে বাগমারা উপজেলা আওয়ামীলীগ ও জনপ্রতিনিরা। আওয়ামী লীগের প্রার্থীকে বিজয়ের বিকল্প নেই। আগামী ১৭ অক্টোবর অনুষ্ঠিত হবে রাজশাহী জেলা পরিষদ নির্বাচন। নির্বাচনের প্রস্তুতি এখন থেকেই গ্রহণ করতে হবে। আওয়ামী লীগের প্রতিদ্বন্দ্বী অনেকেই হতে পারে। নির্বাচনে কেউ প্রতিদ্বন্দ্বীতা করতে পারে। আমাদের সবাইকে দলীয় প্রার্থীর বিজয়ের লক্ষ্যে নিয়ে সামনে এগিয়ে যেতে হবে। বীর মুক্তিযোদ্ধা মীর ইকবালের বিজয় মানে রাজশাহীবাসীর বিজয়।

শুক্রবার উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয় বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর কমপ্লেক্সের সভাকক্ষে উপজেলা আওয়ামী লীগের কার্যকরী কমিটির সভায় সভাপতির বক্তব্যে এসব কথা বলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ইঞ্জিনিয়ার এনামুল হক এমপি।

তিনি আরো বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার দৃঢ় নেতৃত্বে এগিয়ে চলেছেন দেশের উন্নয়ন। লাখো বাঙ্গালীকে সাথে নিয়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের বাস্তবায়ন করে চলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। স্বাধীনতার সেই অর্জন ধরে রাখতে দলীয় প্রার্থীর বিজয় ঘটাতে হবে। দলের সবাইকে সুসংগঠিত হয়ে সামনে এগিয়ে যেতে হবে। পাশাপাশি আগামী জাতীয় নির্বাচনে নৌকার বিজয় ঘটাতে সাংগঠনিক ভাবেই দলীয় কার্যক্রম পরিচালিত হবে বলে জানান ইঞ্জিনিয়ার এনামুল হক।

উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও চেয়ারম্যান অধ্যক্ষ গোলাম সারওয়ার আবুলের পরিচালনায় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, রাজশাহী জেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী বীর মুক্তিযোদ্ধা মীর ইকবাল। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, রাজশাহী জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ও বাগমারা উপজেলা পরিষদের চেয়ারম্যান অনিল কুমার সরকার, রাজশাহী মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডাবলু সরকার।

কার্যকারী কমিটির সভায় উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পাদক অধ্যক্ষ কুমার প্রতীক দাশ রানা, মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি রেজাউল ইসলাম, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক রবিউল ইসলাম রবি, সদস্য আলিসুল হাসান সজল, জেলা যুবলীগের সভাপতি আবু সালেহ, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ও ভবানীগঞ্জ পৌরসভার মেয়র আব্দুল মালেক মন্ডল, সহ-সভাপতি মতিউর রহমান টুকু, রিয়াজ উদ্দীন আহমেদ, জাহাঙ্গীর আলম হেলাল, যুগ্ম সাধারণ সম্পাদক সিরাজ উদ্দীন সুরুজ, আসাদুজ্জামান আসাদ, মকবুল হোসেন, সাংগঠনিক সম্পাদক আল-মামুন, জাহাঙ্গীর আলম, কোষাধ্যক্ষ মাহমুদুর রহমান রেজা, দপ্তর সম্পাদক নুরুল ইসলাম, সহ-দপ্তর সম্পাদক আব্দুল জলিল মাস্টার, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক আব্দুল হাকিম, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম, শিক্ষা ও মানব সম্পদ বিষয়ক সম্পাদক আব্দুল জব্বার মাস্টার, যুব ক্রীড়া বিষয়ক সম্পাদক আশিকুর রহমান সজল, তথ্য ও গবেষনা সম্পাদক আশরাফুল ইসলাম, প্রচার সম্পাদক ফরহাদ হোসেন মজনু, সহ-প্রচার ও প্রকাশনা সম্পাদক আনোয়ার হোসেন, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক আলী হাসান, আইন বিষয়ক সম্পাদক মাজেদুর রহমান, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক প্রভাষক মোসলেম উদ্দীন, ত্রান ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক মাসুদ রানা কামাল, কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক আব্দুল মতিন, মহিলা বিষয়ক সম্পাদিকা জাহানারা বেগম, মহিলা ভাইস চেয়ারম্যান মমতাজ আক্তার বেবী, উপজেলা আওয়ামী লীগ কার্যকরী কমিটির সদস্য আসলাম আলী আসকান, চেয়ারম্যান অধ্যক্ষ আজহারুল হক, লুৎফর রহমান, আলমগীর সরকার, আব্দুল হামিদ ফৌজদার, সরদার জান মোহাম্মদ, আবুল কালাম আজাদ, হাবিবুর রহমান মটর, জাহাঙ্গীর আলম বাদশা, শাহরিয়া আলী, বকুল খরাদি, আব্দুল মান্নান, আখতারুজ্জামান বুলবুল, আকবর আলী, লোকমান আলী, জাহেদুর রহিম মিঠু, জাফর আহম্মেদ শিমুল, আবুল কালাম আজাদ, হাচেন আলী, মিজানুর রহমান, আতাউর রহমান, সোলাইমান আলী হিরু, উপজেলা মহিলা লীগের সভাপতি কহিনুর বানু, যুব মহিলা লীগের সভাপতি শাহিনুর খাতুন, সাধারণ সম্পাদক পারভীন আক্তার সহ বিভিন্ন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি. সাধারণ সম্পাদক ও অংগ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। দলীয় মনোনয়ন পাওয়ায় উপজেলা আওয়ামীলীগের পক্ষ থেকে সভার শুরুতেই বীর মুক্তিযোদ্ধা মীর ইকবালকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।

আরবিসি/১৬ সেপ্টেম্বর/ রোজি

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category