স্টাফ রিপোর্টার : রাজশাহীর বাঘায় রিপা নামে এক গৃহবধুকে হত্যার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় স্বামী পালিয়ে রক্ষা পেলেও আটক হয়েছে শাশুড়ী জরিনা বেগম। এর আগে শুক্রবার উপজেলার কিশোরপুর গ্রাম থেকে ওই গৃহবধুর লাশ উদ্ধার করে পুলিশ।
স্থানীয় একাধিক সূত্রে জানা গেছে,উপজেলার কিশোরপুর গ্রামের কালু মন্ডলের ছেলে লালন উদ্দিনের (৩২) সাথে তার স্ত্রী রিপা বেগমের (২৮) মধ্যে মনমালিন্য চলছিল। তার স্ত্রী গত প্রায় দেড় মাস যাবত অসুস্থ হয়ে বিছানাগত ছিলো। সর্বশেষ শুক্রবার দুপুরে রিপার স্বামী ও শাশুড়ি মিলে তাকে শ্বাসরোধ করে হত্যা করে বলে অভিযোগ করা হয়।
অভিযোগে জানা যায়, রিপাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়। এরপর মা এবং ছেলে মিলে লাশটির গলাই উড়না পেঁচিয়ে প্রথমে ঘরের তিরের সাথে ঝুলায়। এরপর নিজেরাই সেই উড়না কেটে সেই লাশ মাটিতে নামিয়ে প্রতিবেশীদের ডাকাডাকি শুরু করে। এতে অনেকের মধ্যে সন্দেহ সৃষ্টি হয়। ইতোমধ্যে রিপার স্বামী বাড়ী থেকে পালিয়ে যায়।
এদিকে খবর পেয়ে বাঘা থানা পুলিশের উপ-পরিদর্শক (এস.আই) আব্দুর রউফ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে রামেক হাসপাতালের ফরেনসিক বিভাগে পাঠায়। একই সাথে রিপার শাশুড়ী জরিনা বেগমকে আটক করে। তিনি জানান, এটি পরিকল্পিত হত্যা কান্ড। এ ব্যাপারে চকনারায়নপুর গ্রামের বাসিন্দা জরিনার মামা আনারুল ইসলাম বাদি হয়ে একটি হত্যা মামলা দায়ের করেছেন।
বাঘা থানা অফিসার ইনচার্জ (ওসি) নজরুল ইসলাম জানান, এ ঘটনায় থানায় একটি হত্যা মামলা হয়েছে। মামলা নেয়ার পর নিহত গৃহবধুর শাশুড়িকে আটক করেছে পুলিশ। তবে তার স্বামী এখন পর্যন্ত পলাতক রয়েছে। তাকে আটকের চেষ্টা চলছে।
আরবিসি/ ০৬ মার্চ/ রোজি