আরবিসি ডেস্ক : চুয়াডাঙ্গায় ছেলের বিরুদ্ধে ঘুমন্ত পিতাকে কুপিয়ে জখম করার অভিযোগ উঠেছে। আজ বুধবার ভোরে সদর উপজেলার দশমী গ্রামে এ ঘটনা ঘটে।
পরিবারের দাবী ছেলে মো. ইয়াসিন পিতা আব্দুর রশিদকে (৪০) কুপিয়ে জখম করে। আব্দুর রশিদ দশমী গ্রামের মৃত আবুল হোসেনের ছেলে।
পরিবারের বরাত দিয়ে সিন্দুরিয়া ক্যাম্প ইনচার্জ এসআই মাজহারুল ইসলাম জানান, পারিবারিক কলহের জের ধরে বুধবার ভোরে ঘুমন্ত অবস্থায় পিতা আব্দুর রশিদকে এলোপাথাড়ি কুপিয়ে জখম করে ইয়াসিন। পরিবারের সদস্যরা জেগে উঠলে পালিয়ে যায় সে। পরে জখম আব্দুর রশিদকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেয় পরিবারের লোকজন।
চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. আহসানুল হক জানান, আব্দুর রশিদের মাথা ও কানে ধারালো অস্ত্রের জখম রয়েছে। ক্ষতস্থানে ৩০-৩৫টি সেলাই দেয়া হয়েছে।
আরবিসি/১৫ জুন/ রোজি