• রবিবার, ২৯ সেপ্টেম্বর ২০২৪, ০৩:২৯ অপরাহ্ন

নেতৃত্বের চিন্তা নিয়ে নিজেকে তৈরি করতে হবে : এমপি এনামুল হক

Reporter Name / ৮০ Time View
Update : শনিবার, ২৮ মে, ২০২২

স্টাফ রিপোর্টার : রাজশাহীর বাগমারায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের নিয়ে শুরু হয়েছে আগামী দিনের নেতৃত্ব শীর্ষক সেমিনার।শনিবার মচমইল ডিগ্রি কলেজের পক্ষ থেকে কলেজ চত্বরে এ উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। মচমইল ডিগ্রি কলেজের অধ্যক্ষ কুমার প্রতীক দাশ রানার সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন, রাজশাহী-৪(বাগমারা) আসনের সংসদ ও সড়ক পরিবহণ ও সেতু মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য ইঞ্জিনিয়ার এনামুল হক।

অনুষ্ঠানের প্রধান আলোচকতাঁর বক্তব্যে বলেন, শিক্ষার্থীদের সময়ের দাম সবচেয়ে বেশি। সময় একবার পার হয়ে গেলে আর ফিরে পাওয়া যায় না। সময়ের মূল্য দিতে হবে। নিজেকে প্রতিযোগিতামূলক বাজারে টিকিয়ে রাখতে পরিশ্রম করতে হবে। শুধু লেখাপড়া করলেই নিজেকে অনেক বড় জায়গায় দাঁড় করানো সম্ভব না। বাংলাদেশকে জানতে হবে। দেশের স্বাধীনতার ইতিহাসকে জানতে হবে। দেশ এক দিনে স্বাধীন হয়নি। এর পিছনে অনেক ইতিহাস জড়িয়ে আছে। জীবন দিতে হয়েছে লাখ লাখ মানুষকে।

শিক্ষার্থীদের শুধু সমাজের গন্ডির মধ্যে আবদ্ধ থাকলে হবে না। সমাজ থেকে রেব হওয়ার চেষ্টা করতে হবে। ব্যস্ততার মধ্যে দিয়েই ভালো কিছু করতে হবে। পড়াশোনার বিকল্প নেই। রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলাম সহ অনেক জ্ঞানীগুণীদের সম্পর্কে জানতে হবে। শিক্ষার্থীদের ঘুম ভাঙ্গার আগেই জাগতে হবে। সময়কে কাজে লাগাতে হবে। কলেজের খাতায় নিজের নাম থাকলেই ছাত্র হওয়া যাবে না। ছাত্রের যে দায়িত্ব তা মেনে চলতে হবে।

প্রধান আলোচক আরো বলেছেন, মেয়েদের পেছনে ঘুরে নিজের জীবন নষ্ট করার দরকার নেই। যোগ্যতা অর্জন করলে ওই মেয়ে সহ তাঁর পরিবার ছেলের পিছনে দৌঁড়াবে। মা-বাবার প্রতি যত্নবান হতে হবে। তাঁদের কষ্টের মূল্যদিতে হবে। তাই ভালো কিছু হতে গেলে, ভালো কাজ করতে হবে। আগামীতে ভালো কিছু করার প্রত্যয়ে শপথ বাক্য পাঠ করেন উক্ত অনুষ্ঠানের সাড়ে ৪শত শিক্ষার্থী।

আগামী দিনের নেতৃত্ব শীর্ষক সেমিনারে আগামীতে করণীয় বিভিন্ন বিষয়ে সরাসরি শিক্ষার্থীদের প্রশ্নের উত্তর প্রদান করেন প্রধান আলোচক ইঞ্জিনিয়ার এনামুল হক। উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও চেয়ারম্যান অধ্যক্ষ গোলাম সারওয়ার আবুলের পরিচালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মচমইল ডিগ্রি কলেজ পরিচালনা পর্ষদের সভাপতি ও উপজেলা ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান আসাদ। উপস্থিত ছিলেন, ভবানীগঞ্জ পৌরসভার মেয়র আব্দুল মালেক মন্ডল, একাডেমিক সুপারভাইজার আব্দুল মুমীত।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মতিউর রহমান টুকু, যুগ্ম সাধারণ সম্পাদক মকবুল হোসেন, সাংগঠনিক সম্পাদক আল-মামুন, দপ্তর সম্পাদক নুরুল ইসলামসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষার্থী, কলেজ পরিচালনা পর্ষদের সদস্য, অভিভাবক এবং চেয়ারম্যানবৃন্দ। পর্যায়ক্রমে আগামী দিনের নেতৃত্ব শীর্ষক সেমিনারটি অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানেও অনুষ্ঠিত হবে।

আরবিসি/২৮ মে/ রোজি


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category