আরবিসি ডেস্ক : পূর্ব আফ্রিকার দেশ জিবুতি থেকে ইয়েমেনগামী একটি নৌকায় শিশুসহ অন্তত ২০০ জন অভিবাসনপ্রত্যাশী উঠেছিলেন। এসময় অতিরিক্ত যাত্রী বোঝাই হয়ে গেলে সেখান থেকে সাগরে ৮০ জনকে ছুড়ে ফেলে পাচারকারীরা। এতে অন্তত ২০ জন মারা গেছেন।
বুধবার (৩ মার্চ) এ ঘটনা ঘটে। এসব অভিবাসনপ্রত্যাশী কোন দেশের নাগরিক, তা এখনও নিশ্চিত নয়। এখন পর্যন্ত এপর্যন্ত পাঁচজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। যাদেরকে জীবিত উদ্ধার করা হয়েছে তাদের জিবুতিতে চিকিৎসা দেওয়া হচ্ছে।
এর আগে, গত বছরের অক্টোবরে জিবুতির কাছে নৌকা থেকে ফেলে দেওয়ায় আট অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু হয়েছিল। ২০১৮ সালে এই রুটেই একটি নৌকা ডুবে ৩০ জনের মৃত্যু হয়েছিল। সেবার এ ঘটনায় বেঁচে যাওয়া ব্যক্তিরা গুলি চলার কথা উল্লেখ করেছিলেন।
আরবিসি/০৫ মার্চ/ রোজি