আরবিসি ডেস্ক : দিনাজপুরের বিরামপুরে বন্ধু সেজে চেতনানাশক ওষুধ খাইয়ে অটোরিকশা চুরির পর আন্তঃজেলা চোর চক্রের মূল হোতা আশরাফুল ইসলামকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার বিকেলে রংপুরের মিঠাপুকুর থেকে তথ্যপ্রযুক্তি ব্যবহারের মাধ্যমে তাকে আটক করা হয়। এ সময় চুরি হওয়া একটি অটোরিকশা উদ্ধার করা হয়।
বিরামপুর থানা অফিসার ইনচার্জ (ওসি) সুমন কুমার মহন্ত বলেন, উপজেলার মহিলা কলেজ গেট থেকে অজ্ঞাতনামা চোর চক্রের সদস্যরা দিওর ইউনিয়নের অটোচালক মো. সুজন মিয়ার সঙ্গে তাৎক্ষণিক বন্ধুত্ব তৈরি করে তাকে কৌশলে চকলেটের মাধ্যমে চেতনানাশক ওষুধ খাইয়ে অটোরিকশা নিয়ে পালিয়ে যায়। পরে অটোরিকশার মালিক থানায় অভিযোগ করলে পুলিশ অটোরিকশাটি রংপুরের মিঠাপুকুর থানা এলাকা থেকে উদ্ধার করে।
ওসি জানান, এই ঘটনার সঙ্গে জড়িত আন্তঃজেলা অটোরিকশা চোরচক্রের অন্যতম সদস্য আসামি আশরাফুল ইসলামকে গ্রেফতার করা হয়েছে। বাকিদের আটকের চেষ্টা চলছে।
আশরাফুলকে রোববার সকালে দিনাজপুর আদালতে পাঠানো হয়েছে বলে জানান ওসি।
আরবিসি/২৪ এপ্রিল/মানিক