• বুধবার, ২৫ ডিসেম্বর ২০২৪, ০৭:৫৮ পূর্বাহ্ন
শীর্ষ সংবাদ
রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের প্রধান শাখায় হাতাহাতি রাজশাহীতে লাঞ্ছিতের পর ১২ ঘন্টা মেসে অবরুদ্ধ ছাত্রীরা, গ্রেপ্তার ৩ গভীর রাতে রাজশাহী সীমান্তে বিএসএফের দফায় দফায় গু’লি বর্ষণ, জনমনে আতঙ্ক রাজশাহীর বাগমারায় তেলের ট্রাক বিস্ফোরণে পুড়লো ৪শ ব্যারেল তেল, ৮ দোকান রাবির ৬ শিক্ষার্থীকে স্থায়ী বহিষ্কার, ৩৩ জনের নানা মেয়াদে শাস্তি রাজপাড়া থানার নতুন ভবন উদ্বোধন করলেন আরএমপি পুলিশ কমিশনার উপদেষ্টা হাসান আরিফের মৃত্যুতে রাষ্ট্রপতির শোক পাকিস্তানি চিনি, আলুসহ শিল্পের কাঁচামাল নিয়ে এলো সেই জাহাজ অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হাসান আরিফ মারা গেছেন রাজশাহীর চারঘাটে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ১, আহত ৫

ধর্ষণের ভিডিও দেখিয়ে আবার ধর্ষণ! আটক চার যুবক

Reporter Name / ৫০০ Time View
Update : বৃহস্পতিবার, ২১ এপ্রিল, ২০২২

আরবিসি ডেস্ক : ধর্ষণের ভিডিও করে তরুণীকে ভয় দেখিয়ে আবারও ধর্ষণের অভিযোগ উঠল ভারতের হুগলির কোন্নগরে। পরে ওই ভিডিও ভাইরাল করে দেওয়ার অভিযোগও উঠেছে। ওই ঘটনায় চার যুবককে আটক করেছে পুলিশ। শুরু হয়েছে তদন্ত।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, গত পয়লা মার্চ এলাকারই এক যুবক এক তরুণীকে ধর্ষণ করেন। এমনকি সেই সময়ের ভিডিও করা হয়। সেই ভিডিও দেখিয়ে ওই যুবকের বন্ধুরাও ওই তরুণীকে ধর্ষণ করেন। পরে সেই ভিডিও ভাইরাল করে দেওয়া হয় বলে অভিযোগ। ওই ঘটনায় তরুণীর পরিবার শ্রীরামপুর মহিলা থানায় অভিযোগ করে। অভিযুক্ত পি শিবা রাও, ভি হরিশ, বি বিবেক এবং আকাশ জানা নামে এলাকার চার যুবককে আটক করেছে উত্তরপাড়া থানার পুলিশ।

চন্দননগরের পুলিশ কমিশনার অর্ণব ঘোষ বৃহস্পতিবার সকালে শ্রীরামপুর মহিলা থানায় গিয়ে তদন্তকারীদের সঙ্গে কথা বলেন। কমিশনারের কথায়, ‘‘বুধবার রাতে একটি মেয়ের উপর শারীরিক নির্যাতনের অভিযোগ দায়ের হয়েছে। সেই অনুযায়ী তদন্ত চলছে। আমরা নির্দিষ্ট মামলা করেছি। চার জনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ভিডিয়োর কথা শুনেছি। তবে এখনও তা হাতে পাইনি।’’
অপহরণের ২৪ ঘণ্টার মধ্যে উদ্ধার কসবার ব্যবসায়ী, গ্রেফতার মূল চক্রী-সহ পাঁচ

স্থানীয় বাসিন্দাদের একাংশের অভিযোগ, কোন্নগর পুরসভার তিন নম্বর ওয়ার্ডের কাউন্সিলর কে বেবি ওই বিষয়টি মিটমাট করে নিতে বলেন। যদিও সেই অভিযোগ অস্বীকার করেছেন ওই তৃণমূল কাউন্সিলর। কোন্নগর পুরসভার চেয়ারম্যান স্বপন দাসের কথায়, ‘‘পুলিশ ঘটনার তদন্ত করছে। গতকাল অভিযোগ পাওয়ার পর খুব দ্রুত ব্যবস্থা নিয়েছে পুলিশ। এতে আমাদের কোনও হাত নেই। আইন আইনের পথে চলবে।’’

তৃণমূল নেতা স্নেহাশিস চক্রবর্তীর বক্তব্য, ‘‘পুলিশ এ ব্যাপারে সক্রিয়। যারা অপরাধ করছে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। কাউন্সিলরের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করা হচ্ছে দলকে বদনাম করতে। যারা অপরাধ করবে, তারা কেউ ছাড়া পাবে না। তা সে যে দলেরই হোক। বেহালার ঘটনায় যুব তৃণমূল নেতাও গ্রেফতার হয়েছে।’

আরবিসি/২১ এপ্রিল/মানিক


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category