আরবিসি ডেস্ক : নোয়াখালীর বেগমগঞ্জে ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ চার ডাকাতকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে একটি এলজি, দুইটি কার্তুজ, একটি ছেনি, তিনটি কিরিচ, একটি লোহার রড এবং একটি কান্তা উদ্ধার করা হয়।
আজ বৃহস্পতিবার ভোররাতে উপজেলার একলাশপুর ইউনিয়ন থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন উপজেলার শরীফপুর ইউনিয়নের বাবুনগর গ্রামের শাহাদাত হোসেনের ছেলে তারেক (২২), একই গ্রামের মৃত সুরুজ মিয়ার ছেলে রাকিব (২০), একলাশপুর ইউনিয়নের মধুরামপুর গ্রামের মৃত ইমাম হোসেন বাহারের ছেলে শুভ (২১) ও কামাল উদ্দিনের ছেলে সাগর (২২)।
নোয়াখালীর পুলিশ সুপার (এসপি) মো.শহীদুল ইসলাম গ্রেপ্তারের বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন। তিনি আরও বলেন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ডাকাতির প্রস্তুতিকালে এই ডাকাতদের গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরর বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে। গ্রেপ্তার আসামিদের ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে বিচারিক আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।
আরবিসি/২১ এপ্রিল/ রোজি