আরবিসি ডেস্ক : আকাশপথে দেশে আসতে সব যাত্রীর অনলাইনে হেলথ ডিক্লারেশন ফরম পূরণ বাধ্যতামূলক ঘোষণা করেছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ–বেবিচক। বুধবার নতুন বিধিনিষেধ জারি করে এ সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে সংস্থাটি।
একই সঙ্গে বিমানে যাত্রী সংখ্যার ওপরও জারি করা আগের বিধিনিষেধ শিথিল করা হয়েছে। পরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্ত এ সিদ্ধান্ত কার্যকর থাকবে বলে জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, যাত্রীদের দেশে আসার ৩ দিনের মধ্যে হেলথ ডিক্লারেশন ফরমপূরণ করতে হবে। পরে কিউআর কোড যুক্ত হেলথ কার্ডটি প্রিন্ট করে বা মোবাইলে সফট কপি রাখতে হবে। কোনও দেশে ট্রানজিট হলে নতুন করে আবারো হেলথ ডিক্লারেশন ফরম পূরণ করতে হবে। বোর্ডিংয়ের সময় এয়ারলাইন যাত্রীর হেলথ কার্ড আছে কি না তা যাচাই করা হবে। আর দেশে আসার পর বিমানবন্দরে দেখাতে হবে কিউআর কোড যুক্ত হেলথ কার্ড।
আরবিসি/২১ এপ্রিল/ রোজি