• বৃহস্পতিবার, ০২ জানুয়ারী ২০২৫, ১০:০৮ অপরাহ্ন

মিনুর বিরুদ্ধে দ্রুত রাষ্ট্রীয়ভাবেই ব্যবস্থা নেয়ার দাবি বাদশার

Reporter Name / ১১২ Time View
Update : বুধবার, ৩ মার্চ, ২০২১

স্টাফ রিপোর্টার : পচাত্তরের ১৫ আগস্টের পুনরাবৃত্তির ইঙ্গিতপূর্ণ বক্তব্য দেয়ায় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মিজানুর রহমান মিনুর বিরুদ্ধে দ্রুত রাষ্ট্রীয়ভাবেই ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক ফজলে হোসেন বাদশা। বুধবার এক প্রতিবাদলিপিতে তিনি এ দাবি জানান।

এর আগে মঙ্গলবার বিকালে বিএনপির রাজশাহী বিভাগীয় সমাবেশে বিএনপি নেতা মিজানুর রহমান মিনু প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে বলেন, ‘আজ রাত, কাল আবার সকাল নাও হতে পারে। ৭৫ মনে নাই?’ তার এ বক্তব্যকে বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকি হিসেবে দেখছেন ফজলে হোসেন বাদশা।

প্রতিবাদলিপিতে তিনি বলেন, ‘বিএনপি নেতা মিজানুর রহমান মিনুর এ ধরনের বক্তব্য প্রমাণ করে যে ’৭৫ এর ১৫ আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে স্বপরিবারে হত্যার পেছনে বিএনপির মদদ ছিল। রাজপথের রাজনীতিতে বিএনপি সুবিধা করতে না পেরে এখন হত্যার ষড়যন্ত্র করছে। এর মাধ্যমে তারা ক্ষমতা দখল করতে চায়। এর অংশ হিসেবেই বঙ্গবন্ধুকন্যাকে হত্যার হুমকি দিয়েছেন জঙ্গি বাংলা ভাইয়ের মদদদাতা মিজানুর রহমান মিনু।’

বিভাগীয় সমাবেশে মিজানুর রহমান মিনু জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়েও আপত্তিকর কথা বলেন। সরকার উৎখাতের প্রশ্নে মিনু বলেছিলেন, ‘বঙ্গবন্ধু কবর থেকে উঠে আসলেও এই সরকারকে রক্ষা করতে পারবে না।’ মিনুর এ ধরনের বক্তব্যেরও তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন রাজশাহী-২ (সদর) আসনের সংসদ সদস্য ফজলে হোসেন বাদশা। তিনি বলেন, ‘জাতির পিতার অপমানজনক উক্তি কোনভাবেই মেনে নেয়া যায় না। জাতির পিতার জন্মশতবার্ষিকী মুজিববর্ষে মিনু তার প্রতি চরম ধৃষ্টতা দেখিয়েছেন। আমি এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।’

প্রতিবাদলিপিতে ফজলে হোসেন বাদশা আরও বলেন, ‘মিনু তার বক্তব্যে শুধু জাতির পিতার প্রতিই চরম ধৃষ্টতা দেখাননি, তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকেও হত্যার হুমকি দিয়েছেন। তাই তার বিরুদ্ধে রাষ্ট্রীয়ভাবেই আইনগত ব্যবস্থা গ্রহণ করতে হবে। আমি সরকারের কাছে এ দাবি জানাই। আমি আশা করি- সরকার তার বিরুদ্ধে দ্রুত সময়ের মধ্যে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।’

আরবিসি/০৩ মার্চ/ রোজি


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category