আরবিসি ডেস্ক : বগুড়ার নন্দীগ্রামে বাড়ীর সীমানায় সজিনার গাছ লাগানো নিয়ে বিরোধে ভাই-ভাতিজাদের হামলায় মানিক শাহ্ (৩৮) নামে একজন নিহত হয়েছে। শুক্রবার বিকেল সাড়ে ৪ টারদিকে উপজেলার ভাটরা ইউনিয়নের নাগরকান্দি গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয় সুত্রে জানাযায়, নাগরকান্দি গ্রামের ময়েন শাহ্র ছেলে মানিক শাহ্ তার বাড়ীর সীমানায় সজিনার গাছ লাগানোর জন্য গেলে চাচাতো ভাই জাহাঙ্গীর শাহ্, ছেলে রুহুল আমিন ও রুহুল আমিনের শালক মতালেব হোসেনের সাথে কথা কাটাকাটি শুরু হয়। এর এক পর্যায় তারা কল-ঘুষি ও লাঠি দিয়ে মানিকের উপর আঘাত করে। এতে সে গুরুতর আহত হয়। স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু ঘটে।
নন্দীগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন জানান, তিনি ঘটনাস্থল পরিদর্শন করেছেন। লাশ মর্গে প্রেরণ করা হচ্ছে এবং মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
আরবিসি/৯ এপ্রিল/মানিক