আরবিসি ডেস্ক : কানের ময়লা পরিষ্কার করতে কটন বাট ব্যবহার করেন অনেকে। অনেকে আবার কোনো কারণ ছাড়াই প্রায়ই কানে কটন বাট ব্যবহার করেন। কানের ভেতর কটন বাটের নড়াচড়ায় আরাম হয় ঠিকই, কিন্তু আপনি জানেন কটন বাট ব্যবহার করে আপনি নিজেই নিজের বিপদ ডেকে আনছেন।
কটন বাট ব্যবহারে ক্ষতির কারণ জেনে নিন-
১. কটন বাট ব্যবহারের ফলে কানের ভেতরের ময়লা আরও বেশি ভেতরে ঢুকে যায়। কানের পর্দার আরও কাছে পৌঁছে যায় ময়লা! কানের মধ্যে থেকে ময়লা বেরোনোর পরিবর্তে ভেতরেই থেকে যায় বেশি।
২. চিকিৎসকরা বলছেন, কটন বাট ব্যবহার করলে কানের মারাত্মক ক্ষতি হতে পারে। কানে যন্ত্রণা, কান ফুলে যাওয়ার মতো সমস্যা দেখা দেয়। এমনকি শোনার ক্ষমতাও কমে যেতে পারে।
৩. কটন বাট ব্যবহার করলে কানে ব্যাকটেরিয়া ঢুকতে পারে, ধীরে ধীরে ব্যাকটেরিয়া থেকে ইনফেকশন দেখা দেবে কানে। তাই কটন বাটের ব্যবহার সাময়িক আরাম দিতে পারে, কিন্তু দীর্ঘমেয়াদি ক্ষতির সম্ভাবনাই বেশি।
৪. কটন বাট প্রতিনিয়ত ব্যবহার করলে কানের গহ্বরে ধাক্কা লাগে। বারবার ধাক্কা লেগে রক্ত বের হতে পারে।
৬. অনেক সময় বাটের তুলা কানের ভেতরে থেকে যায়। সেই তুলা থেকে কানে ইনফেকশন হতে পারে, শুনতে সমস্যা হতে পারে।
৭. কানের মধ্যে অনেক সূক্ষ্ম শিরা ও অস্থি থাকে। কটন বাডের আঘাতে সেগুলো ক্ষতিগ্রস্ত হতে পারে। ফলে শোনার ক্ষমতা হারিয়ে ফেলতে পারেন কেউ।
আরবিসি/০২ মার্চ/ রোজি