আরবিসি ডেস্ক : রাজধানীর মিরপুর কাজীপাড়া এলাকায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে ডা. বুলবুল হোসেন নামে এক চিকিৎসক নিহত হয়েছেন। তিনি দাঁতের ডাক্তার ছিলেন। আজ ভোরে ছুরিকাঘাতে আহত হলে তাকে আল হেলাল হাসপাতাল নেওয়ার পর চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।
পুলিশ জানিয়েছে, নিহতের লাশ ময়নাতদন্তের জন্য সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ মর্গে নেওয়া হয়েছে।
জানা গেছে, মগবাজারে রংপুর ডেন্টাল নামে বুলবুলের চেম্বার রয়েছে। বেশিরভাগ সাংবাদিকের দাঁতের চিকিৎসা তিনি করতেন।
শেওড়াপাড়া পীরেরবাগে পরিবার নিয়ে থাকতেন ডাক্তার বুলবুল। আজ সকাল সাড়ে ৫টার দিকে শেওড়াপাড়ার বাসা থেকে বের হন নোয়াখালী যাওয়ার জন্য। পরে ছুরিকাঘাতে তিনি নিহত হন।
মিরপুর থানার ওসি মোস্তাজিজুর রহমান বলেন, ‘শেওড়াপাড়া মেট্রো রেল স্টেশনের কাছে দুর্বৃত্তরা ডাক্তার বুলবুলকে ছুরিকাঘাত করে। তার উরুতে আঘাত করার কারণে অনেক রক্তক্ষরণ হয়েছে। ’
তিনি আরো বলেন, ‘ডাক্তার বুলবুলের কাছে ১২ হাজার টাকা এবং মোবাইল ফোন পাওয়া গেছে। ছিনতাইয়ের ঘটনা হলে টাকা মোবাইল ফোন নিয়ে যাওয়ার কথা। আবার বাধাগ্রস্ত হলেও অনেক সময় ছিনতাইকারীরা টাকা পয়সা না নিয়ে পালিয়ে যায়। তাই ঘটনাটি ছিনতাইকারী ঘটিয়েছে কি না তা খতিয়ে দেখা হচ্ছে। ’
আরবিসি/২৭ মার্চ/ রোজি