আরবিসি ডেস্ক : কুতুপালংয়ে পিক আপভ্যান ও সিএনজি চালিত অটোরিকশার মধ্যে সংঘর্ষে চার জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো তিনজন।
প্রত্যক্ষদর্শীরা জানায়, কক্সবাজার থেকে আসা দ্রুত গতির একটি পিক আপভ্যান টেকনাফ যাচ্ছিল। কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পের কাছের ঢালু রাস্তাটি অন্ধকার থাকায় বিপরীত দিক থেকে আসা সিএনজি চালিত অটোরিকশার সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে গাড়ি দুটি দুমড়ে-মুচড়ে গিয়ে ঘটনাস্থলেই চারজন নিহত হন। আহত তিনজনকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
গাড়িগুলো রাস্তায় পড়ে থাকায় যান চলাচলে বিঘ্ন ঘটে। উখিয়া থানার পুলিশ, ফায়ার সার্ভিস ও হাইওয়ে পুলিশ গাড়িগুলো সরাতে চেষ্টা চালাচ্ছে।