• শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ০১:৩৯ পূর্বাহ্ন
শীর্ষ সংবাদ
রাজশাহীতে ছাড়পত্র চাওয়ায় মেডিকেল শিক্ষার্থীদের ওপর হামলার অভিযোগ রাজশাহীতে ছাত্র আন্দোলনের সমন্বয়ককে হাতু’ড়িপে’টার অভিযোগ ছাত্রদলের বিরুদ্ধে রাজশাহীর বিভাগীয় পাসপোর্ট অফিসের ডিডি’র থানায় জিডি রাজশাহীতে বিএনপি নেতাকে ছুরিকাঘাত তোপের মুখে রাজশাহী বিভাগীয় পাসপোর্ট অফিসের ডিডি রাজশাহীর সারদায় আবারও এএসপি-এসআইদের সমাপনী কুচকাওয়াজ স্থগিত শেখ হাসিনা বিদায় হলেও দেশে গণতন্ত্র ফেরেনি: আব্দুস সালাম রাবির বধ্যভূমি এলাকায় ছিনতাইকারীর হামলায় আহত ১ আরএমপি’র ৩ থানায় নতুন গাড়ি হস্তান্তর করলেন পুলিশ কমিশনার রাজশাহীতে বহিস্কৃত বিএনপি নেতার বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ

আওয়ামী রাজনীতির সাথে মহিলা আ’লীগ জড়িত : এমপি এনামুল হক

Reporter Name / ২৪৫ Time View
Update : শনিবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২১

স্টাফ রিপোর্টার : রাজশাহীর বাগমারায় উপজেলা মহিলা আওয়ামী লীগের উদ্যোগে মহিলা আওয়ামী লীগের ৫২ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। শনিবার বিকেল ৩ টায় যাত্রগাছি ফাজিল মাদ্রাসা চত্বরে আয়োজিত প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কেক কাটেন রাজশাহী-৪ (বাগমারা) আসনের সংসদ সদস্য, উপজেলা আ’লীগের সভাপতি ইঞ্জিনিয়ার এনামুল হক।

প্রধান অতিথির বক্তব্যে এমপি এনামুল হক বলেন, আওয়ামী রাজনীতি সাথে মহিলা আওয়ামী লীগ জড়িত। মহিলা আওয়ামী লীগ চড়াই-উৎরায় পেরিয়ে ৫২ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করলো। এমনি এমনি এই প্রতিষ্ঠা পালিত হচ্ছে না। এর পিছনে অনেক অবদান রয়েছে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের।

বাংলাদেশ আওয়ামী লীগ স্বাধীনতার স্বপক্ষের সংগঠন। সেই সংগঠনের একটা অংশ হচ্ছে মহিলা লীগ। মহিলা লীগ যে কোন নির্বাচনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে। সেই সাথে আওয়ামী লীগের সহযোগি সংগঠন হিসেবে সুন্দর ভাবে কাজ করে যাচ্ছে মহিলা আওয়ামী লীগ।

দলীয় প্রার্থীকে বিজয়ী করতে নারী-পুরুষ ঐক্যবদ্ধ হয়ে কাজ করে যাচ্ছে। বর্তমান সময়ে পুরুষের সাথে মহিলারাও সমান ভাবে ভোট যুদ্ধে অংশ নিচ্ছেন। বাগমারা প্রতিটি ইউনিয়ন মহিলা আওয়ামী লীগ উর্বর ভূমিতে পরিনত হয়েছে। শক্তিশালী হয়েছে মহিলা লীগের সংগঠন।

জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা মহিলাদের জন্য বিভিন্ন প্রকার ভাতাসহ সুযোগ সুবিধা প্রদান করছেন। পৌর মহিলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনের মাধ্যমে মহিলা লীগকে সুসংগঠিত হলো। মহিলা আওয়ামী লীগকে শক্তিশালী করতে আওয়ামী লীগের নেতৃবৃন্দদের আহ্বান জানান।

এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যক্ষ গোলাম সারওয়ার আবুল, দপ্তর সম্পাদক নুরুল ইসলাম, মাড়িয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি, চেয়ারম্যান আসলাম আলী আসকান, সহ-সভাপতি রেজাউল করিম, চেয়ারম্যান আনোয়ার হোসেন, উপজেলা ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান আসাদ, মহিলা ভাইস চেয়ারম্যান মমতাজ আক্তার বেবী, রাজশাহী জেলা মহিলা লীগের সভাপতি মরজিনা পারভীন, সাধারণ সম্পাদক এ্যাড. নাসরীন আক্তার মিতা, সহ-সভাপতি প্রভাষক রোখসানা মেহবুব চপলা, নাসরিন আক্তার লাভলী, যুগ্ম সাধারণ সম্পাদক জয় জয়ন্তি সরকার, বাগমারা উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি মরিয়ম বেগম, সাধারণ সম্পাদক কহিনুর বানু, ঝিকরা ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি জেসমিন আরা, উপজেলা যুবমহিলা লীগের সভাপতি শাহিনুর খাতুন, সাধারণ সম্পাদক পারভীন আক্তার প্রমুখ। অনুষ্ঠান শেষে মাড়িয়া ইউনিয়ন মহিলা আওয়ামী লীগের সভাপতি সুফিয়া বেগমের সভাপতিত্বে ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

প্রথম অধিবেশন শেষে সর্বসম্মতিক্রমে সুফিয়া বেগমকে সভাপতি, আনজুমান আরাকে সাধারণ সম্পাদক এবং শামীমা বেগমকে সহ-সভাপতি করে মাড়িয়া ইউনিয়ন মহিলা আওয়ামী লীগের কমিটি ঘোষণা করা হয়েছে। উক্ত সম্মেলনে প্রতিটি ওয়ার্ড আওয়ামী লীগ ও অংগ সহযোগি সংগঠনের সদস্য সহ মহিলা লীগের সভাপতি মরিয়ম বেগম এবং সাধারণ সম্পাদক কহিনুর বানু উপস্থিত ছিলেন।

আরবিসি/২৭ ফেব্রুয়ারী/ রোজি

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category