স্টাফ রিপোর্টার : রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) শেষ হলো তিনদিনব্যাপী মুক্তিযুদ্ধভিত্তিক চলচ্চিত্র উৎসব। স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষ উপলক্ষে রাজশাহী বিশ্ববিদ্যালয় চলচ্চিত্র সংসদ এবং বাংলাদেশ ফিল্ম আর্কাইভ যৌথভাবে এ উৎসবের আয়োজন করে। গত ২১ ডিসেম্বর বিকেলে রাবির শহীদ সুখরঞ্জন সমদ্দার ছাত্র-শিক্ষক সাংস্কৃতিক কেন্দ্র (টিএসসিসি) মিলনায়তনে এই উৎসবের উদ্বোধন করেছিলেন বাংলাদেশ ফিল্ম আর্কাইভের মহাপরিচালক মো. নিজামূল কবীর।
উৎসবে প্রতিদিন বিকাল ৩টা থেকে রাত ৯টা পর্যন্ত মুক্তিযুদ্ধভিত্তিক চলচ্চিত্র প্রদর্শিত হয়। বিনা দর্শনীতে এসব চলচ্চিত্র উপভোগ করেন দর্শনার্থীরা। বৃহস্পতিবার বেলা ৩ টা থেকে পর্যায়ক্রমে একাত্তরের গণহত্যা নিয়ে ফুয়াদ চৌধুরী পরিচালিত প্রামাণ্য চলচ্চিত্র ‘মার্সিলেস মাইহেম’, একাত্তরে রাবির শহীদ দুই শিক্ষককে নিয়ে সাজ্জাদ বকুলের পরিচালনায় প্রামাণ্য চলচ্চিত্র ‘রক্তে যারা শুধলো মায়ের ঋণ’ ও ঊনসত্তরে শহীদ রাবির প্রক্টর ড. শামসুজ্জোহাকে নিয়ে সাজ্জাদ বকুলের পরিচালনায় প্রামাণ্য চলচ্চিত্র ‘দাবানল’ ছাড়াও ‘অনিল বাগচীর একদিন’ প্রদর্শণ করা হয়। এর আগে উৎসবের প্রথম ও দুই দিনে মুক্তিযুদ্ধভিত্তিক পাঁচটি চলচ্চিত্র প্রদর্শিত হয়।
আরবিসি/২৩ ডিসেম্বর/ রোজি