• মঙ্গলবার, ২৮ জানুয়ারী ২০২৫, ০১:৩৩ পূর্বাহ্ন

নাম বদলাবেন ক্যাটরিনা!

Reporter Name / ১৩০ Time View
Update : শনিবার, ২০ নভেম্বর, ২০২১

আরবিসি ডেস্ক : বিয়ের পর পদবি পরিবর্তন বলিউডে নতুন নয়। এমন নজির রয়েছে অনেক। বিয়ে করে কারিনা কাপুর হলেন কারিনা কাপুর খান, সোনম কাপুর হলেন সোনম কে আহুজা। এমনকি প্রিয়াঙ্কা চোপড়াও বিয়ের পর নিলেন নিক জোনাসের পদবি, হলেন প্রিয়াঙ্কা চোপড়া জোনাস। নতুন যুগের নায়িকারা বিয়ের পর স্বামীর পদবি নিজেদের নামের সঙ্গে যোগ করতে বিন্দুমাত্র কুণ্ঠিত হচ্ছে না।

শোনা যাচ্ছে, এবার এ ট্রেন্ডে গা ভাসাতে চলেছেন ক্যাটরিনা কাইফ। ডিসেম্বরের শুরুতেই গাঁটছড়া বাঁধবেন ভিকি কৌশল ও ক্যাটরিনা কাইফ। তারকারা নিজে মুখে স্বীকার না করলেও গুঞ্জন জোরদার। সেই সূত্র ধরেই জানা গেছে আগামী সব ছবির ক্রেডিটে নিজের নাম বদলে ফেলবেন ক্যাট। শুরুটা হবে সালমান খানের বিপরীতে ‘টাইগার ৩’ দিয়ে। বিয়ের পর ‘টাইগার ৩’ই প্রথম ছবি রিলিজ ক্যাটরিনার। ফলে নামের পরিবর্তন নাকি এ ছবি দিয়েই হবে।
নায়িকার ঘনিষ্ঠ এক সূত্রের খবর, ক্যাটরিনা কাইফ যদি নাম বদলানোর সিদ্ধান্ত নেন, তাহলে ‘টাইগার ৩’র ক্রেডিটে ক্যাটরিনাকে পাওয়া যাবে ক্যাটরিনা কাইফ কৌশল হিসেবেই।

অন্যদিকে জানা গেছে, জুহুতে কেনা বিলাসবহুল অ্যাপার্টমেন্টে ইন্টেরিয়র ডেকোরেশনের কাজ শুরু হয়ে গেছে। অভিনেতাদের ঘনিষ্ঠ এক সূত্রে জানা গেছে আট তলায় বিলাসবহুল অ্যাপার্টমেন্ট ভিকি-ক্যাটরিনার। বিয়ের পরপরই এ অ্যাপার্টমেন্টে শিফট করে যাবেন নব দম্পতি। জানা গেছে, নতুন আস্তানা সাজিয়ে তোলার দায়িত্ব নিজের হাতেই রেখেছেন ক্যাটরিনা কাইফ। ডেকরের কাজ ঠিক মতো এগোচ্ছে কি না তা দেখার জন্যে কাজের ফাঁকে মাঝেমধ্যেই ফ্ল্যাটে যাচ্ছেন ক্যাট। কখনও কখনও প্রিয়তমাকে সঙ্গ দিতে আসেন ভিকিও।

গত দু’বছর ধরে সম্পর্কে রয়েছেন ভিকি ও ক্যাটরিনা। নিজেদের মুখে সম্পর্কে কথা যেমন স্বীকার করেননি তেমন অস্বীকারও করেননি। আপাতত যা জানা গেছে ডিসেম্বর মাসেই সাত পাকে বাঁধা পড়তে চলেছেন দুই তারকা। বিয়ের তোড়জোড় চলছে পুরোদমে। কোনো এগজটিক বিদেশি লোকেশন নয়। দেশের মাটিতেই জীবনের পরবর্তী ধাপে পা বাড়াবেন দুই তারকা।

আরবিসি/২০ নভম্বর/ রোজি


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category