স্টাফ রিপোর্টার : বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য হওয়ায় রাজশাহী সিটি মেয়র ও নগর আওয়ামী লীগের সভাপতি এএইচএম খায়রুজ্জামান লিটনকে প্রাণঢালা অভিনন্দন জানিয়েছেন রাজশাহী-৪ (বাগমারা) আসনের এমপি ইঞ্জিনিয়ার এনামুল হক।
শুক্রবার এক অভিনন্দন বার্তায় তিনি উল্লেখ করেন জাতীয় চারনেতার অন্যতম শহীদ এএইচএম কামারুজ্জামানের সন্তান সিটি মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন। আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটিতে দুইবার সদস্য ছিলেন। সবশেষ সম্মেলনে তাকে প্রেসিডিয়ামে রাখার দাবি তুলেছিলেন রাজশাহীর নেতারা। অবশেষে মাননীয় প্রধানমন্ত্রী তাকে প্রেসিডিয়াম সদস্য মনোনীত করায় এমপি এনামুল প্রধানমন্ত্রী শেখ হাসিনাকেও অভিভন্দন জানান।
এমপি এনামুল উল্লেখ করেন, মেয়র লিটনের প্রেসিডিয়ামে অন্তর্ভুক্তি রাজশাহীর জন্য সম্মানের।’ লিটনের নেতৃত্বে এ অঞ্চলের আওয়ামী লীগের নেতাকর্মীরা সাংগঠনিকভাবে আরও উজ্জ্বীবিত হবেন। মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী প্রগতিশীল শক্তি আরও বড় পরিসরে কাজ করার সুযোগ পাবে বলে উল্লেখ করেন তিনি।
আরবিসি/১৯ নভেম্বর/ রোজি