• বৃহস্পতিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৪, ০১:৩০ পূর্বাহ্ন
শীর্ষ সংবাদ
রাজশাহীতে পুকুরে ডুবে শিক্ষার্থীর মৃত্যু রাজশাহীতে মষুলধারে বৃষ্টি: হাঁটুপানি শহরের অনেক রাস্তা ১৮ মাসের মধ্যে নির্বাচন করতে সরকারকে সহায়তা করবো: সেনাপ্রধান রাজশাহীতে এআইআইবিকে বাস্তব জলবায়ু পরিবর্তন অভিযোজনের জন্য বিনিয়োগের দাবিতে সমাবেশ রাজশাহীতে শারদীয় দুর্গোৎসব উদযাপন উপলক্ষে আরএমপি’র মতবিনিময় সভা রাজশাহীতে বৈষম্যবিরোধী ছাত্র জনতার উপর গুলি বর্ষণকারী রবি গ্রেপ্তার রাজশাহীতে অ্যান্টিবায়োটিকের ড্রাগ ও প্রসাধনী আইন বিষয়ে ঔষধ ব্যবসায়িদের মতবিনিময় বিশ্বের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে রাজশাহীর তামান্নার ভ্রমন রিমান্ড শেষে মোজাম্মেল বাবু ও শ্যামল দত্ত কারাগারে রাজশাহীতে চালককে হত্যা করে রিকশা ছিনতাই

রাজশাহীতে দাড়িয়ে থাকা ট্রাকে ধাক্কা দিয়ে বিচূর্ণ হানিফ

Reporter Name / ৮১ Time View
Update : রবিবার, ১৪ নভেম্বর, ২০২১

স্টাফ রিপোর্টার : রাজশাহী দাড়িয়ে থাকা ট্রাকে ধাক্কা দিয়ে চূর্ণ-বিচূর্ণ হয়েছে হানিফ পরিবহণের একটি বাস। শনিবার রাত সাড়ে ১১টার দিকে নগরীর কাশিয়াডাঙ্গা-ডিঙ্গাডোবা সড়কের জয় বাংলা পরিষদের সামনে এই ঘটনা ঘটে।এতে প্রাণহাণীর ঘটনা না ঘটলেও বাসের হেলপারকে গুরুতর অবস্থায় উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয় সূত্র জানায়, ওই সড়কে আগে থেকেই একটি মালবোঝাই ট্রাক দাড়িয়ে ছিল। এ সময় চাপাইনবাবগঞ্জ থেকে ছেড়ে আসা হানিফ পরিবহণের একটি বাস (ঢাকা মেট্রো-ব-১৩-১৬০৩) পেছন থেকে ধাক্কা দিলে এই ঘটনা ঘটে। এতে বাসটির সামনের অংশ চূর্ণ-বিচূর্ণ হয়। এ সময় এলাকাবাসী বাসের ভেতর থেকে গুরুতর অবস্থায় হেলপারকে উদ্ধার করে রামেক হাসপাতালে নেয়।

প্রত্যক্ষদর্শীরা জানায়, ওই বাসে ১০/১২ জন যাত্রী ছিলেন। এদের মধ্যে দুই একজন সামান্য আহত হয়েছেন বলে জানা গেছে। বর্তমানে বাসটি ঘটনাস্থলেই রয়েছে। পুলিশ এসে সংঘর্ষের কারণ তদন্ত করছেন।

আরবিসি/১৪ নভেম্বর/ রোজি


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category