স্টাফ রিপোর্টার : বাংলাদেশ আওয়ামী যুবলীগের ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেন্দ্রীয় যুবলীগ বিভিন্ন কর্মসূচি গ্রহন করেছে। কেন্দ্রীয় কমিটির নির্দেশনায় রাজশাহী মহানগরে দু’জন যুবলীগ নেতাকে ঘর প্রদান করা হয়েছে।
বৃহস্পতিবার সকালে নগর যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক তৌরিদ আল মাসুদ রনির সার্বিক তত্ত্বাবধানে নগর যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম খোকন ও সহ-সম্পাদক শরিফুল ইসলামকে এই ঘর প্রদান করা হয়। এসময় উপস্থিত ছিলেন- নগর যুবলীগের সভাপতি রমজান আলীসহ নগর যুবলীগের নেতাকর্মীরা।
এর আগে ঢাকা থেকে ভার্চুয়াল ঘর বিতরণ কর্মসূচির উদ্ধোধন করেন, বাংলাদেশ আওয়ামী যুবলীগ কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যান শেখ ফজলে সামস্ পরশ। এসময় কেন্দ্রীয় যুবলীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
নগর যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক তৌরিদ আল মাসুদ রনি বলেন, বাংলাদেশ আওয়ামী যুবলীগ শেখ ফজলুল হক মনির হাতে গড়া মানবিক সংগঠন। সেই সংগঠনের একজন ক্ষুদ্র কর্মী হিসেবে নিজেকে ধন্য মনে করি। ঘড় প্রদান কেন্দ্রীয় নির্দেশনা ছিল। একাজে সার্বিক সহযোগিতা করেছেন, রাজশাহী মহানগর আওয়ামী লীগের সভাপতি ও সিটি মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন।
তিনি বলেন, আমার ছোট বেলা থেকে অসহায় মানুষের পাশে থেকে সহযোগীতা করার চেষ্টা করেছি। যুবলীগের নেতাকর্মীরা অসহায় মানুষের পাশে বিভিন্নভাবে সেবা করে যাচ্ছে। আমি মনে করি সিটি মেয়র লিটনের নেতৃত্বে নগর যুবলীগের নেতাকর্মীরা করোনাসহ বিভিন্ন দুর্যোগে মানুষের পাশে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে। আগামিতেও এই প্রচেষ্টা অব্যহত থাকবে।
আরবিসি/১২ নভেম্বর/ রোজি