• বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪, ১২:৪২ পূর্বাহ্ন

ফ্রান্সের সঙ্গে সম্পর্ক নতুন উচ্চতায় নিতে চায় বাংলাদেশ

Reporter Name / ১১৯ Time View
Update : শনিবার, ৩০ অক্টোবর, ২০২১

আরবিসি ডেস্ক : বেক্সিট পরবর্তী রূপরেখা প্রণয়নে ফ্রান্সের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক উচ্চতর পর্যায়ে নিতে চায় বাংলাদেশ। সেই লক্ষ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাষ্ট্রীয় সফরে ফ্রান্সের সঙ্গে বিভিন্ন বিষয়ে কয়েকটি সমঝোতা স্মারক ও লেটার অফ ইনটেন্ট স্বাক্ষরিত হতে পারে।

শনিবার (৩০ অক্টোবর) প্রধানমন্ত্রীর স্কটল্যাণ্ড, লন্ডন ও ফ্রান্স সফর নিয়ে এক সংবাদ সম্মেলন এসব কথা বলেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। আগামী ৩১ অক্টোবর থেকে প্রধানমন্ত্রীর এ সফর শুরু হবে।

জাতিসংঘ আয়োজিত জলবায়ু শীর্ষ সম্মেলনে (কপ-২৬) যোগ দিতে ১ থেকে ৩ নভেম্বর পর্যন্ত গ্লাসগোতে অবস্থান করবেন প্রধানমন্ত্রী। সম্মেলনের দ্বিতীয় দিনে বক্তব্য রাখবেন তিনি।

ড. মোমেন জানান, আগামী ৯-১৩ নভেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনা ফ্রান্সে দ্বিপাক্ষিক সরকারি সফর এবং ইউনেস্কোর বিভিন্ন অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন। এ সফরকালে ফ্রান্সের রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর সঙ্গে বাংলাদেশের প্রধানমন্ত্রীর দ্বিপাক্ষিক বৈঠক আয়োজন করা হচ্ছে। ফ্রান্সের রাষ্ট্রপতির সঙ্গে বৈঠককালে বিভিন্ন বিষয়ে কয়েকটি সমঝোতা স্মারক ও লেটার অফ ইনটেন্ট স্বাক্ষরিত হতে পারে বলে আশা করা যাচ্ছে।

সামনের দিনগুলোতে ফ্রান্সের সঙ্গে সম্পর্কের বিষয়ে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমরা সবগুলো দেশের সঙ্গে সম্পর্ক বাড়াতে চাই। প্রত্যেক দেশ বাংলাদেশের নেতৃত্বের প্রশংসা করছে। আস্থা ও সম্মান দিচ্ছে। এটা এজন্য হচ্ছে যে গত ১২ বছরে আমাদের অর্জন অভাবনীয়। ওদের সবার আমাদের ওপর আস্থা অনেক বেড়েছে। আমরা আমাদের সম্পর্কগুলোকে আরও মজবুত করতে চাই। সুসম্পর্ক আরও বাড়াতে চাই।

ফ্রান্সের সঙ্গে আমরা বিনিয়োগ বাড়ানোর ওপর জোর দিচ্ছি। ফ্রান্সের সঙ্গে এখনও আমাদের সরাসরি ফ্লাইট নেই। এটা নিয়ে আমরা আলাপ করব। একাধিক ইস্যু আলোচনা হবে। সবচেয়ে বড় বিষয় ফ্রান্সের প্রেসিডেন্ট-প্রধানমন্ত্রী আমাদের প্রধানমন্ত্রীকে স্বেচ্ছায় দাওয়াত দিয়েছেন।’

সংবাদ সম্মেলনে জানানো হয়, এ সফরে ফ্রান্সের প্রধানমন্ত্রী-রাষ্ট্রপতি ছাড়াও দেশটির মন্ত্রী ও ফ্রান্সের দ্বিকক্ষ বিশিষ্ট সংসদের সদস্যদের সঙ্গে প্রধানমন্ত্রীর আনুষ্ঠানিক সাক্ষাতের প্রস্তাব রয়েছে। পাশাপাশি ফ্রান্সের বেশ কিছু কোম্পানির প্রধানরাসহ শীর্ষস্থানীয় ফরাসী ব্যবসা প্রতিষ্ঠানগুলোর প্রতিনিধিত্বকারী সংস্থার (এমইডিইএফ) একটি প্রতিনিধিদল প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাতের অনুরোধ জানিয়েছেন।

আরবিসি/৩০ অক্টোবর/ রোজি


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category