• শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪, ০১:২৮ অপরাহ্ন

এবার তোপের মুখে মনামী!

Reporter Name / ১০৯ Time View
Update : সোমবার, ২৫ অক্টোবর, ২০২১

আরবিসি ডেস্ক : মাদক কাণ্ডে ছেলে কারাগারে। তাই জীবনের সবচেয়ে দুর্বিসহ সময় পার করছেন বলিউড বাদশাহ শাহরুখ খান। নানাভাবে চেষ্টা করেও ছেলেকে মুক্ত করতে পারছেন না। এমন পরিস্থিতিতে অনেক তারকাই তার পক্ষে সরব হয়েছেন। সাহস যুগিয়েছেন।

শাহরুখের এই কঠিন সময়ে ভক্ত হয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট দিয়েছেন কলকাতার অভিনেত্রী মনামী ঘোষ। কিন্তু এ কারণে নেটিজেনদের তোপের মুখে পড়েছেন তিনি। মনামী লিখেছেন, ‘শাহরুখ খান আপনি গোটা ভারতের গর্ব। সবসময় তাই-ই থাকবেন। আমাদের মতো ভক্তরা আপনাকে খুব ভালোবাসে, সবসময় ভালোবাসবে।’

এই স্ট্যাটাস দেওয়ার পর নেটিজেনদের আক্রমণের শিকার হন মনামী। কেউ মন্তব্য করেছেন, ‘স্বামীজী শ্রীচৈতন্যের বঙ্গ ছেড়ে ওই ড্রাগসখোরের ঘরের বাসিন্দা হয়ে যান’, আরেকজন লিখেছেন, ‘এতই যখন ভালবাসো, তোমার যখন সন্তান হবে, তখন তাকে শিখিও কিভাবে মাদক খেতে হয়’।

উল্লেখ্য, গত ২ অক্টোবর রাতে মুম্বাইয়ের উপকূলে একটি প্রমোদতরী থেকে শাহরুখ খানের ছেলে আরিয়ান খান আটক হন। ভারতের নারকোটিক্স কন্ট্রো ব্যুরো (এনসিবি) আরিয়ান ও তার কয়েকজন বন্ধু-সহযোগীকে আটক করে। এরপর জিজ্ঞাসাবাদ শেষে আরিয়ানকে গ্রেফতার করা হয়।

কয়েক দফায় আরিয়ানের মাদক মামলার জামিন আবেদনের শুনানি হয়েছে। তবে আদালত প্রতিবারই নাকচ করে দিয়েছেন। এ কারণে মুম্বাইয়ের আর্থার রোড জেলে দিন কাটছে আরিয়ানের।

আরবিসি/২৫ অক্টোবর/ রোজি


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category