আরবিসি ডেস্ক : অন্তঃসত্ত্বা প্রেমিকা শুয়ে হাসপাতালে, আর হবু শাশুড়িকে নিয়ে উধাও হলেন যুবক। এমনটাই দাবি করেছেন জেস নামের ২৪ বছরের প্রেমিকা। জানা গেছে, যখন তিনি হাসপাতালে সন্তান প্রসব করেন, তখনই জেস জানতে পারেন তার মায়ের সঙ্গে পালিয়েছে প্রেমিক রায়ন। খবর টিভি নাইনের।
তাদের সংসারে আগেই একটি সন্তান রয়েছে। লকডাউনের আগে থেকেই তাদের সংসারে দাম্পত্য কলহ দেখা দিয়েছিল। জেসের অভিযোগ, আগে থেকেই শাশুড়ির সঙ্গে ঘনিষ্ঠতা ছিল রায়নের। মূলত সন্তানের সেবার জন্যই জেস-রায়নের সঙ্গে থাকতেন জর্জিনা (শাশুড়ি)। জর্জিনার ৫ ছেলেমেয়ে, তারপরও রায়নের সঙ্গে তার এই পালিয়ে যাওয়ায় বিচলিত জেস। ঘটনাটি ঘটেছে গত ২৮ জানুয়ারি। সে দিন অস্ত্রোপচারের মাধ্যমে মা হন জেস।
সেদিন সন্তান প্রসবের কিছুক্ষণের মধ্যেই জেসের কাছে রায়নের মেসেজ আসে যে- সে তার সঙ্গে থাকতে চায় না। এ ঘটনার পর জেস জানান, আমাদের দ্বিতীয় সন্তানকে দেখতে দু’বার এসেছেন রায়ন। দ্বিতীয়বার যখন রায়ন এসেছিলেন, তখন জেস দেখেছেন গাড়িতে অপেক্ষা করছিলেন তার মা জর্জিনা।
আরবিসি/১৯ ফেব্রুয়ারী/ রোজি