স্টাফ রিপোর্টার : রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শিক্ষার্থীদের হল ও পরিবহন ফি মওকুফ করা হয়েছে। বৃহস্পতিবার (০৯ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টার দিকে উপাচার্য ভবনে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর গোলাম সাব্বির সাত্তারের সভাপতিত্বে অনুষ্ঠিত ৫০৬তম সিন্ডিকেট সভায় শিক্ষার্থীদের হল ও পরিবহন ফি মওকুফের চূড়ান্ত সিদ্ধান্ত গৃহীত হয়।
রাত ১০টার দিকে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতরের প্রশাসক ড. মো. আজিজুর রহমান বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, সিদ্ধান্ত অনুযায়ী যে সকল শিক্ষার্থীর কাছ থেকে ইতোমধ্যে এ দুটি খাতে অর্থ আদায় করা হয়েছে তা যথাসময়ে সমন্বয় করা হবে।
প্রসঙ্গত, শিক্ষার্থীদের লিখিত আবেদন বিবেচনা করে গতকাল বুধবার ( (০৮ সেপ্টেম্বর) অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয় ফাইন্যান্স কমিটির ৫৪৯তম সভায় এপ্রিল ২০২০ থেকে সেপ্টেম্বর ২০২১ পর্যন্ত ১৮ মাসের হলের আবাসিক ফি এবং পরিবহন ফি মওকুফের সুপারিশ করা হয়। সিন্ডিকেট আজ তার চূড়ান্ত অনুমোদন দিল।
আরবিসি/১০ সেপ্টেম্বর/ রোজি