• শুক্রবার, ১৮ অক্টোবর ২০২৪, ১২:৪২ অপরাহ্ন

রাজশাহী বিভাগে করোনার টিকা নিলেন ৩২ হাজার ২২৪ জন

Reporter Name / ১২৯ Time View
Update : বৃহস্পতিবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২১

আরবিসি ডেস্ক : গত ১১ দিনে দেশে করোনাভাইরাসের টিকা নিয়েছেন ১৮ লাখ ৪৮ হাজার ৩১৩ জন মানুষ। তাদের মধ্যে পুরুষ ১২ লাখ ৩৩ হাজার ৬৫৫ জন আর নারী ছয় লাখ ১৪ হাজার ৬৫৮ জন। এরমধ্যে ৫৩৭ জনের সামান্য পার্শ্বপ্রতিক্রিয়া হয়েছে।

আজ বৃহস্পতিবার (১৮ ফেব্রুয়ারি) টিকা বিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে স্বাস্থ্য অধিদফতর এ তথ্য জানায়। বিজ্ঞপ্তিতে জানানো হয়, আজ (১৮ ফেব্রুয়ারি) সকাল সাড়ে আটটা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত টিকা নিয়েছেন দুই লাখ ৬১ হাজার ৯৪৫ জন। তাদের মধ্যে পুরুষ এক লাখ ৬৪ হাজার ৯৩৬ জন আর নারী ৯৭ হাজার নয় জন।

দেশে গত ৭ ফেব্রুয়ারি জাতীয়ভাবে করোনার টিকাদান কর্মসূচি শুরু হয়। প্রতিদিন সকাল সাড়ে ৮টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত এই কার্যক্রম চলছে।

স্বাস্থ্য অধিদফতর জানায়, সারাদেশে টিকা নেওয়া ১৮ লাখ ৪৮ হাজার ৩১৩ জনের মধ্যে ঢাকা বিভাগের আছেন ৭৩ হাজার ৫১৪ জন, ময়মনসিংহ বিভাগের ১১ হাজার ৯০১ জন, চট্টগ্রাম বিভাগের ৫৪ হাজার ৭৮৮ জন, রাজশাহী বিভাগের ৩২ হাজার ২২৪ জন, রংপুর বিভাগের ২৫ হাজার ৫৭৯ জন, খুলনা বিভাগের ৩৪ হাজার ১৯৫ জন, বরিশাল বিভাগের ১৪ হাজার ৪৪৪ জন আর সিলেট বিভাগের ১৫ হাজার ৩০০ জন।

আজ ঢাকা মহানগরীতে টিকা নিয়েছেন ৩২ হাজার ৪১২ জন। এরমধ্যে পুরুষ ২১ হাজার ১৩১ জন আর নারী ১১ হাজার ২৮১ জন।

ঢাকা মহানগরীতে এখন পর্যন্ত টিকা নিয়েছেন দুই লাখ ৪৫ হাজার ৮২৮ জন। এরমধ্যে পুরুষ ১ লাখ ৬৪ হাজার ৯৬০ জন আর নারী ৮০ হাজার ৮৬৮ জন।

আরবিসি/১৮ ফেব্রুয়ারী/ রোজি


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category