নওগাঁ প্রতিনিধি: মহাদেবপুরে চলতি মৌসুমের আউশ ধান ঘরে তুলতে ব্যস্ত রয়েছেন কৃষকরা। এ উপজেলায় এখন পুরোদমে চলছে ধান কাটা মাড়াইয়ের কাজ। অন্যান্য বছরের তুলনায় এবার আউশের ফলন ভালো হয়েছে বলে জানান কৃষকরা।
কসবা গ্রামের কৃষক আব্দুস সামাদ জানান, চলতি বছর বিঘাপ্রতি ১৮-২০ মণ ধান উৎপাদন হচ্ছে।
উপজেলা কৃষি অফিস সূত্র জানায়, চলতি মৌসুমে এ উপজেলায় ১৩ হাজার ২২০ হেক্টর জমিতে আউশ চাষ হয়েছে। এ পরিমাণ জমি থেকে ৬৫ হাজার ৬০০ মেট্রিকটন ধান উৎপাদন হবে বলে আশা করছে কৃষি বিভাগ।
মহাদেবপুর উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ অরুন চন্দ্র রায় বলেন, আউশ চাষ বৃষ্টিনির্ভর হওয়ায় এ ধান চাষে তুলনামূলক কম খরচ লাগে এজন্য কৃষকরা আউশ ধান চাষ করে সহজেই লাভবান হচ্ছেন।
আরবিসি/২৬ আগস্ট/ রোজি