• শনিবার, ২৮ ডিসেম্বর ২০২৪, ১২:২৯ পূর্বাহ্ন

আরও ২ লাখ ২২ হাজার মে. টন চাল আমদানির অনুমতি

Reporter Name / ১১৫ Time View
Update : রবিবার, ২২ আগস্ট, ২০২১

আরবিসি ডেস্ক : আরও দুই লাখ ছয় হাজার মেট্রিক টন সিদ্ধ চাল এবং ১৬ হাজার মেট্রিক টন আতপ চাল আমদানির অনুমোদন দিলো সরকার। রবিবার (২২ আগস্ট) দেশের ৭৩টি ব্যবসা প্রতিষ্ঠানকে এই অনুমোদন দিয়েছে খাদ্য মন্ত্রণালয়।

এর আগে শনিবার (২১ আগস্ট) দেশের ৯২টি প্রতিষ্ঠানকে মোট ৩ লাখ ৪১ হাজার মেট্রিক টন চাল আমদানির অনুমতি দেওয়া হয়। এছাড়া গত ১৮ আগস্ট ৭১ প্রতিষ্ঠানকে ৩ লাখ ৬২ হাজার মেট্রিক টন নন-বাসমতি সিদ্ধ চাল এবং ৫৬ হাজার মেট্রিক টন আতপ চাল আমদানি অনুমতি দেয় মন্ত্রণালয়।

আগামী ১৫ দিনের মধ্যে এলসি খুলতে হবে এবং এ সংক্রান্ত তথ্য (বিল অব এন্ট্রিসহ) খাদ্য মন্ত্রণালয়ে তাৎক্ষণিকভাবে ই-মেইলে অবহিত করতে হবে।

বরাদ্দ পাওয়া আমদানিকারকদের আগামী ২৫ সেপ্টেম্বরের মধ্যে সমুদয় চাল বাংলাদেশে বাজারজাত করতে হবে। বরাদ্দের অতিরিক্ত আইপি (ইমপোর্ট পারমিট) ইস্যু করা যাবে না। আমদানি করা চাল স্বত্বাধিকারী প্রতিষ্ঠানের নামে পুনরায় প্যাকেটজাত করা যাবে না। প্লাস্টিক বস্তায় চাল বিক্রি করতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে ব্যাংকে এলসি খুলতে ব্যর্থ হলে বরাদ্দ আদেশ বাতিল বলে গণ্য হবে।

আরবিসি/২২ আগস্ট/ রোজি


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category