স্টাফ রিপোর্টার : রাজশাহী ও চাঁপাইনবাবগঞ্জে বেড়েছে করোনা সংক্রমণের হার। শনিবার দুইটি ল্যাবে রাজশাহী জেলার ৩৮৭ জনের নমুনা পরীক্ষা করে ১৩৪ জনের শরীরে করোনাভাইরাস পাওয়া গেছে। যা আগের দিনের চেয়ে ৪ দশমিক ৪২ শতাংশ বেড়ে শনাক্তের হার ৩৪ দশমিক ৬৩ শতাংশ। এর আগের দিন শুক্রবার ছিল ৩০ দশমিক ২১ শতাংশ।
এছাড়াও গত বৃহস্পতিবার ছিল ২৩ দশমিক ৮২ শতাংশ, গত বুধবার ২৩ দশমিক ৮৩ শতাংশ, গত মঙ্গলবার ২৪ দশমিক ৯৩ শতাংশ, গত সোমবার ২৭ দশমিক ৭৪ শতাংশ, গত রোববার ২৭ দশমিক ১৭ শতাংশ, গত শনিবার ৩২ দশমিক ৭১ শতাংশ।
এদিকে, শনিবার রাজশাহী মেডিকেল কলেজ ল্যাবে চাঁপাইনবাবগঞ্জের ৮০ জনের নমুনা পরীক্ষা করে ১৭ জনের শরীরে করোনাভাইরাস পাওয়া গেছে। ২ দশমিক ৬৯ শতাংশ বেড়ে শনাক্তের হার ২১ দশমিক ২৫ শতাংশ। যা আগের দিন শুক্রবার ১৮ দশমিক ৫৬ শতাংশ।
এছাড়াও গত বৃহস্পতিবার ছিল ১১ দশমিক ৭৬ শতাংশ, গত বুধবার ১৭ দশমিক ৪৮ শতাংশ, গত মঙ্গলবার ২২ দশমিক ৮৩ শতাংশ, গত সোমবার শনাক্ত ছিল ৩৮ দশমিক ৬৪ শতাংশ, গত রোববার ৩২ দশমিক ৯৮ শতাংশ, গত শনিবার ৫৩ দশমিক ৬৮ শতাংশ।
আরবিসি/০৭ আগস্ট/ রোজি