নিজস্ব প্রতিবেদক:
রাজশাহীতে বাংলা নববর্ষকে স্বাগত জানিয়ে বৈশাখী শোভাযাত্রা বের করা হয়। রাজশাহী জেলা বিএনপি, অঙ্গ ও সহযোগি সংগঠনেরর আয়োজনে মঙ্গলবার বিকেলে রাজশাহী মহানগরীর আলুপট্টির মোড় থেকে শোভাযাত্রা বের করা হয়। নেতাকর্মীরা লাঠিখেলার লাঠি হাতে করে শোভাযাত্রায় অংশগ্রহন করেন।
শোভাযাত্রা নিয়ে তারা সাহেববাজার জিরো পয়েন্ট হয়ে নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে ফায়ার সার্ভিস এর মোড় হয়ে কেন্দ্রীয় ঈদগাহ এর সামনে গিয়ে শোভাযাত্রা শেষ করেন। সেখানে প্রথম পর্যায়ের লাঠিখেলা অনুষ্ঠিত হয়।
এরপর তারা লালনশাহ মঞ্চের নিচে খেলার মাঠে লাঠি খেলা প্রদর্শন করেন।
শোভাযাত্রা ও লাঠি খেলায় সভাপতিত্ব করেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও রাজশাহী জেলা বিএনপি’র আহ্বায়ক আবু সাইদ চাঁদ। প্রধান অতিথি হিসিবে উপাস্থিত ছিলেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক সৈয়দ শাহীন শওকত। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি রাজশাহী জেলার সদস্য রায়হানুল ইসলাম রায়হান, গোলাম মোস্তফা মামুন, রুকুনুজ্জামান আলম, তাজমুল তান টুটুল, জাহান পান্না, তোফায়েল হোসেন রাজু, জাকিরুল ইসলাম বিকুল ও বিএনপি নেতা শিমুল।
আরো উপস্থিত ছিলেন যুবদল রাজশাহী জেলা শাখার সিনিয়র যুগ্ম আহ্বায়ক ফয়সাল সরকার ডিকো, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব শাহরিয়ার আমিন বিপুল, জেলা মহিলা দলের সভাপতি এডভোকেট সামসাদ বেগম মিতালী ও সাধারণ সম্পাদক সৈয়দা রুমেনা বেগম, ছাত্রদল রাজশাহী জেলা শাখার আহ্বায়ক সালাউদ্দিন সরকার শামীম ও সদস্য সচিব আলামিনসহ বিএনপি, অঙ্গ ও সহযোগি সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীবৃন্দ।
প্রধান অতিথি ও সভাপতি বলেন, বাংলা নববর্ষ হচ্ছে বাঙ্গালী জাতির একটি ঐতিহ্যগত প্রানের উৎসব। আর লাঠি খেলা হচ্ছে গ্রাম বাংলার ঐতিহ্য। কিন্তু এই ডিজিটাল যুুগে এসে তা হারাতে বসেছে। আগে বৈশাখ আসলেই গ্রামের বিভিন্ন স্থানে মেলা বসতো। ঐ সকল মেলায় নাগরদোলা থেকে শুরু করে বিভিন্ন ধরনের খেলা হতো। এরমধ্যে লাঠি খেলা ছিলো অন্যতম। এই লাঠি খেলাকে ধরে রাখতে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান তারা।